ক্রিস্টোফার মার্লো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১৮ নং লাইন:
| signature = Christopher Marlowe Signature.svg}}
'''ক্রিস্টোফার মার্লো''' ([[ইংরেজি]]: '''Christopher Marlowe'''<ref>"Christopher Marlowe was baptised as 'Marlow,' but he spelled his name 'Marley' in his one known surviving signature." David Kathman. [http://shakespeareauthorship.com/name1.html#3 "The Spelling and Pronunciation of Shakespeare's Name: Pronunciation."]</ref>; [[ব্যাপ্টিজম]] ২৬ জানুয়ারি, ১৫৬৪{{spaced ndash}}৩০ মে, ১৫৯৩) ছিলেন [[এলিজাবেথীয় যুগ|এলিজাবেথীয় যুগের]] একজন ইংরেজ নাট্যকার, কবি ও অনুবাদক। মার্লো ছিলেন তাঁর সময়কার প্রধান [[ইংরেজি রেনেসাঁ থিয়েটার|এলিজাবেথীয়]] [[ট্রাজেডি]]-রচয়িতা।<ref>Robert A. Logan, ''Shakespeare's Marlowe'' (2007) p.4. "During Marlowe's lifetime, the popularity of his plays, Robert Greene's...remarks...including the designation "famous", and the many imitations of ''Tamburlaine'' suggest that he was for a brief time considered England's foremost dramatist."</ref> [[উইলিয়াম শেকসপিয়র]] তাঁর দ্বারা বিশেষভাবে প্রভাবিত হন। শেকসপিয়র যদিও তাঁর সমবয়সীই ছিলেন। মার্লোর রহস্যজনক অকালমৃত্যুর পর শেকসপিয়র অগ্রগণ্য এলিজাবেথীয় নাট্যকারের মর্যাদা লাভ করেন। মার্লোর নাটকের বৈশিষ্ট্য হল অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার এবং অতি-আত্মবিশ্বাসী নায়কের চরিত্রায়ণ।
 
১৫৯৩ সালের ১৮ মে মার্লোর নামে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এটি জারি করার কোনো কারণ দর্শানো হয়নি। তবে মনে করা হয় যে, মার্লো একটি পাণ্ডুলিপিতে কিছু "অনৈতিক ধর্মদ্রোহী ধারণা"র কথা লিখেছিলেন। সেই সূত্রে তাঁর বিরুদ্ধে ঈশ্বরদ্রোহিতার যে অভিযোগ আনা হয়েছিল, তার সঙ্গে এই গ্রেফতারি পরোয়ানার যোগসূত্র ছিল। ২০ মে [[প্রিভি কাউন্সিল|প্রিভি কাউন্সিলের]] সামনে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আদালতে আনা হয়। তাঁদের সেই দিনকার জিজ্ঞাসাবাদের কোনো রেকর্ড পাওয়া যায়নি। যদিও জানা যায় যে, তাঁকে যতদিন না প্রিভি কাউন্সিল অন্যরকম কোনো আদেশ দিচ্ছেন, ততদিন পর্যন্ত রোজ কাউন্সিলের সামনে উপস্থিত থাকতে আদেশ দেওয়া হয়েছিল। দশ দিন পরে ইনগ্রাম ফ্রিজারের ছুরির আঘাতে তাঁর মৃত্যু ঘটে। তাঁর হত্যাকাণ্ডের সঙ্গে গ্রেফতারির কোনো যোগ ছিল কিনা, তাও জানা যায় না।<ref>Nicholl, Charles (2006). "By my onely meanes sett downe: The Texts of Marlow's Atheism", in Kozuka, Takashi and Mulryne, J.R. ''Shakespeare, Marlowe, Jonson: new directions in biography''. Ashgate Publishing, p. 153.</ref>
== শিক্ষা জীবন ==
ক্রিস্টোফার মার্লো ক্যান্টারবেরি কিংস স্কুল ও ক্যামব্রিজের কর্পাস ক্রিস্টি কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি নাস্তিকতার জন্য বেশ প্রসিদ্ধ ছিলেন।<ref>{{Venn|id=MRLW580C|name=Marlowe, Christopher}}</ref>