আন্তর্জাতিক ফৌজদারি আদালত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nasirkhan (আলোচনা | অবদান)
আপডেট
Nasirkhan (আলোচনা | অবদান)
ট্যাগ অপসারণ
১ নং লাইন:
{{Unreferenced|date=মার্চ ২০১০}}
 
{{একীকরণ|আন্তর্জাতিক ফৌজদারী আদালত}}
[[চিত্র:International Criminal Court logo.gif|right|thumb|আন্তর্জাতিক অপরাধী আদালতের লোগো]]'''আন্তর্জাতিক অপরাধী আদালত''' ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। এই আদালত সাধারণত [[গণহত্যা]], [[যুদ্ধাপরাধ]], এবং [[মানবতার বিরুদ্ধে অপরাধ]]-এর জন্য দায়ীদের অভিযুক্ত করে থাকে।
 
 
আন্তর্জাতিক ফৌজদারী আদালত হচ্ছে জাতি নির্মূলে অপরাধ, মানবজাতির সংকট অপরাধ ও যুদ্ধ অপরাধসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগী সবচেয়ে গুরুতর অপরাধগুলোকে শাস্তি দেয়ার গুরুত্বপূর্ণ সংস্থা।<ref>[http://www.icc-cpi.int/Menus/ICC/About+the+Court/ http://www.icc-cpi.int/Menus/ICC/About+the+Court/] আন্তর্জাতিক ফৌজদারী আদালতআদালতের ওয়েবসাইট]</ref>
 
১৯৯৭ সালের ১৭ জুলাই রোম নীতিমালা গৃহীত হয়। রোম নীতিমালা হল আন্তর্জাতিক ফৌজদারী আদালতের মূল ভিত্তি।এ নীতিমালা অনুযায়ী আন্তর্জাতিক আদালত গঠনের সিদ্ধান্ত। তবে রোম নীতিমালা কার্যক্রম করতে ১২০টি দেশের স্বীকৃতির প্রয়োজন ছিল। ১২০ দেশের স্বীকৃতির পর ২০০২ সালরে ১ জুলাই থেকে আন্তর্জাতিক ফৌজদারী আদালত তার কার্যক্রম শুরু করে। [[নেদারল্যান্ডের]] [[হেগ]] শহর থকে এ আদালতরে কার্যক্রম পরিচালিত হয়।