সাজ্জাদ আলী জহির: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
BellayetBot (আলোচনা | অবদান)
Adding {{Refimprove}}
সম্পাদনা সারাংশ নেই
৯ নং লাইন:
| succeeding =
| successor =
| birth_date = ১৯৫১ সালের ১১ এপ্রিল
| birth_place =কুমিল্লা জেলা
|death_date=
|death_place=
২৮ নং লাইন:
| website =
| footnotes =
}}
 
'''সাজ্জাদ আলী জহির''' (জন্ম: অজানা) [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ|বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের]] একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য [[বাংলাদেশ]] সরকার তাকে [[বীর প্রতীক]] খেতাব প্রদান করে। <ref>[http://www.prothom-alo.com/detail/date/2012-07-13/news/273193 দৈনিক প্রথম আলো, "তোমাদের এ ঋণ শোধ হবে না"| তারিখ: ১৩-০৭-২০১২]</ref>
 
==জন্ম ও শিক্ষাজীবন==
মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহিরের জন্ম [[কুমিল্লা জেলা|কুমিল্লা জেলার]] [[দাউদকান্দি উপজেলা|দাউদকান্দি উপজেলার]] চৌসই গ্রামে। জন্ম ১৯৫১ সালের ১১ এপ্রিল। বাবা কাজী আবদুল মুত্তালিব। মা কাজী নুরুন্নাহার বেগম।
তাঁর বাবার নাম কাজী আবদুল মুত্তালিব এবং মায়ের নাম নূরুন্নাহার বেগম। তাঁর স্ত্রীর নাম খালেদা মরিয়ম সাজ্জাদ। তাঁদের এক মেয়ে, এক ছেলে।
 
==কর্মজীবন==
৩৯ ⟶ ৪০ নং লাইন:
 
==মুক্তিযুদ্ধে ভূমিকা==
তিনি সিলেট অঞ্চলে ৪ নম্বর সেক্টরের অধীনে দ্বিতীয় গোলন্দাজ বাহিনীকে সংগঠিত করেন। আগস্ট মাসে পাকিস্তান সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন লাভ করেন সাজ্জাদ আলী জহির। পোস্টিং হয় ৭৮ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট শিয়ালকোটে। একাডেমি কয়েক দিন পর সেখান থেকে পালিয়ে ভারতে যান। মুক্তিযুদ্ধে যোগ দেন সেপ্টেম্বর মাসে। এই সময় ভারত সরকার মুক্তিবাহিনীকে কয়েকটি ১০৫ এমএম গান দেয়। তা দিয়ে মুক্তিবাহিনীর জন্য একটি ফিল্ড আর্টিলারি ব্যাটারি গঠন করা হয়। এর নাম দেওয়া হয় রওশন আরা ব্যাটারি। এই ব্যাটারিতে অন্তর্ভুক্ত হন তিনি। এ গ্রুপের সহঅধিনায়ক ছিলেন তিনি। রওশন আরা ব্যাটারিতে ছিল ছয়টি গান। অক্টোবর মাস থেকে এই ব্যাটারি ১০৫ এমএম কামান দিয়ে বৃহত্তর সিলেট অঞ্চলে মুক্তিবাহিনীর জেড ফোর্সকে বিভিন্ন যুদ্ধে আর্টিলারি ফায়ার সাপোর্ট দিয়ে সহায়তা করে। সাজ্জাদ আলী জহিরের পরিচালনায় রওশন আরা ব্যাটারি কয়েকবার পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থানে গোলাবর্ষণ করে। সঠিক নিশানায় গোলাবর্ষণ করার ক্ষেত্রে তিনি যথেষ্ট কৃতিত্ব ও দক্ষতা প্রদর্শন করেন। এর ফলে পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
 
==পুরস্কার ও সম্মাননা==
* [[বীর প্রতীক]]
* [[স্বাধীনতা পদক]]
 
==তথ্যসূত্র==