অ্যাঞ্জেলিনা জোলি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[পরীক্ষিত সংশোধন][পরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Addbot (আলোচনা | অবদান)
বট: 1 টি আন্তঃউইকি সংযোগ সরিয়ে নেওয়া হয়েছে, যা এখন উইকিউপাত্তের - d:q13909 এ রয...
Dwaipayanc (আলোচনা | অবদান)
rmv vandalism
৪৮ নং লাইন:
}}
 
'''অ্যাঞ্জেলিনা জোলি''' ({{lang-en|Angelina Jolie}}) (জন্ম: [[৪ জুন]], [[১৯৭৫]]; '''অ্যাঞ্জেলিনা জোলি ভট''') একজন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী। তিনি তিনবার [[গোল্ডেন গ্লোব পুরস্কার]], দুইবার [[স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার]] এবং একবার [[একাডেমি পুরস্কার]] লাভ করেছেন। চলচ্চিত্র জগতের বাইরে ২০০১ সালে তিনি [[জাতিসংঘ|জাতিসংঘের]] [[জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার|শরণার্থী সংস্থার]] [[জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার শুভেচ্ছাদূত|শুভেচ্ছাদূত]] মনোনীত হয়েছেন। বিশ্বব্যাপী মানবতার প্রচার, এবং বিশেষ করে শরণার্থীদের জন্য কাজ করার জন্য জোলি বিশেষভাবে সমাদৃত। একাধিকবার তিনি ‘বিশ্বের সেরা সুন্দরী’ নির্বাচিত হয়েছেন। রূপালী পর্দার অন্তরালে তাঁর [[ব্যক্তিগত জীবন]] প্রায় সময়ই গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করেছে।<ref name="Most Beautiful">{{lang|en|[http://www.people.com/people/article/0,,20034523_1187416,00.html 2006's Most Beautiful Star: Angelina Jolie]। ''[[পিপল (ম্যাগাজিন)|পিপল]]''। ২৬ এপ্রিল, ২০০৬। সংগৃহীত হয়েছে: ৮ সেপ্টেম্বর, ২০০৮।}}</ref>
 
১৯৮২ সালে ''[[লুকিন’ টু গেট আউট]]'' চলচ্চিত্রে বাবা [[জন ভট|জন ভটের]] সাথে একটি শিশু চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে [[চলচ্চিত্র|চলচ্চিত্র জগতে]] জোলির আবির্ভাব হয়। তবে পেশাদার চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে তাঁর অভিষেক ঘটে স্বল্প বাজেটের ছবি ''[[সাইবর্গ ২]]'' (১৯৯৩)-এ অভিনয়ের মাধ্যমে। তাঁর অভিনীত প্রথম বড় মাপের ছবি ''[[হ্যাকারস (চলচ্চিত্র)|হ্যাকারস]]'' (১৯৯৫)। এ ছবিতে তিনি নামভূমিকায় অভিনয় করেন। পরবর্তীতে তাঁকে ''[[জর্জ ওয়ালেস (চলচ্চিত্র)|জর্জ ওয়ালেস]]'' (১৯৯৭) ও ''[[জিয়া (চলচ্চিত্র)|জিয়া]]'' (১৯৯৮)-এর মতো সমালোচক-নন্দিত চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়। নাট্য চলচ্চিত্র ''[[গার্ল, ইন্টারাপ্টেড (চলচ্চিত্র)|গার্ল, ইন্টারাপ্টেড]]'' (১৯৯৯)-এ অনবদ্য অভিনয়ের জন্য তিনি [[একাডেমি পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী)|সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার]] লাভ করেন। [[ভিডিও গেম]] নায়িকা [[লারা ক্রফ্‌ট]] চরিত্র নিয়ে ''[[লারা ক্রফ্‌ট: টুম্ব রেইডার]]'' (২০০১) চলচ্চিত্রে অভিনয় তাঁর তারকাখ্যাতি আরও বাড়িয়ে দেয়। মূলত এরপর থেকেই জোলি [[হলিউড|হলিউডের]] অন্যতম ও সর্বোচ্চ পারিশ্রমিক-প্রাপ্ত একজন অভিনেত্রী হিসেবে বিবেচিত হয়ে আসছেন।<ref>{{lang|en|গ্র্যাবিকি, মিশেল। [http://www.reuters.com/article/peopleNews/idUSN3030609020071130 Witherspoon is Hollywood's highest-paid actress]। ''[[রয়টার্স]]''। ৩০ নভেম্বর, ২০০৭। সংগৃহীত হয়েছে: ৮ সেপ্টেম্বর, ২০০৮।}}</ref> তাঁর চলচ্চিত্র-জীবনের সর্বোচ্চ ব্যবসায়িক সাফল্য যে দুটি চলচ্চিত্র থেকে এসেছে সেগুলো হলো অ্যাকশন-কমেডিধর্মী ''[[মি. এন্ড মিসেস. স্মিথ (২০০৫-এর চলচ্চিত্র)|মি. এন্ড মিসেস. স্মিথ]]'' (২০০৫) এবং অ্যানিমেশন চলচ্চিত্র ''[[কুং ফু পান্ডা]]'' (২০০৮)।<ref name="Angelina Jolie Movie Box Office Results">[http://www.boxofficemojo.com/people/chart/?view=Actor&id=angelinajolie.htm {{lang|en|Angelina Jolie Movie Box Office Results}}]। বক্স অফিস মোজো। সংগৃহীত হয়েছে: ৮ সেপ্টেম্বর, ২০০৮।</ref>