রাজা মোমো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
[[Image:Rei momo.jpg|thumb|right|300px|২০০৫ সালের ফ্লোরিয়ানপোলিশ এর কার্নিভালে কিংরাজা মোমো ]]
কিং'''রাজা মোমো''' বা কিং'''রাজা মোমোস''' বা কিং'''রাজা মোমাস''' (পর্তুগীজ-এ রেই মোমো বা স্প্যানিশ-এস্পেনীয়তে '''রে মোমো''') মুলত ব্রাজিল ও কলম্বিয়ার অসংখ্য নাতিন উৎসব কার্নিভাল-এর রাজা বলে বিবেচিত হন।
]]
কার্নিভালের শুরুতে তাঁর আগমন গুরুত্বপূর্ণ। প্রত্যেক কার্নিভালের নিজস্ব কিং মোমো রয়েছে প্রথাগতভাবে কিং মোমোর চরিত্রের জন্য একজন লম্বা ও মোটা গড়নের মানুষ-কে নির্বাচন করা হয়। কারন আসল কিংরাজা মোমো এরকম শারীরিক গড়নের ছিলেন।
কিং মোমো বা কিং মোমোস বা কিং মোমাস (পর্তুগীজ-এ রেই মোমো বা স্প্যানিশ-এ রে মোমো) মুলত ব্রাজিল ও কলম্বিয়ার অসংখ্য নাতিন উৎসব কার্নিভাল-এর রাজা বলে বিবেচিত হন।
কার্নিভালের শুরুতে তাঁর আগমন গুরুত্বপূর্ণ। প্রত্যেক কার্নিভালের নিজস্ব কিং মোমো রয়েছে প্রথাগতভাবে কিং মোমোর চরিত্রের জন্য একজন লম্বা ও মোটা গড়নের মানুষ-কে নির্বাচন করা হয়। কারন আসল কিং মোমো এরকম শারীরিক গড়নের ছিলেন।
 
আর্জেন্টিনা ও উরুগুয়েতে প্রায়ই কাগজের মণ্ডের ওপরে কাঠ বা তারের গঠন দিয়ে তৈরি বড় বা কখনও বিশাল পুতুল-কে রে মোমো হিসেবে তুলে ধরা হয়। এরকম ক্ষেত্রে রে মোমো-কে রশি দিয়ে টেনে বা ট্রাকের ওপর করে নিয়ে যাওয়া হয় এবং রে মোমো নৃত্যশিল্পীদের নিয়ে কার্নিভালে সভাপতিত্ব করেন পুতুল হলেও এটা এর প্রথাগত ঐতিহ্য ও বৈশিষ্ট্য যথাঃ ‘’’বর্ণাঢ্য ও রঙ্গিন পোশাক’’’, হাসিখুশি বা আনন্দিত মুখ’’’ এবং একটি সুস্পষ্ট পেট’’’ বজায় রাখে। পূর্বে এটা অনুষ্ঠানের পরে পুড়িয়ে ফেলা হত, কিন্তু বর্তমানে নিরাপত্তার কারনে এই প্রথাকে অনুৎসাহিত করা হচ্ছে।
 
==মূল==
কিংরাজা মোমো গ্রীক দেবতা [[মোমাস]] ({{lang|grc|μῶμος}}) থেকে উদ্ভূত হন ।<ref>[http://www.herald.co.zw/index.php?option=com_content&view=article&id=4487:rio-carnival-worlds-biggest-extravaganza&catid=43:entertainment&Itemid=135 Rio Carnival: World's biggest extravaganza] (The Herald -Zimbabwe-, 11 March 2011)</ref>
 
==রিও ডি জেনিরো এর কিংরাজা মোমোগণ==
সম্ভবত সবচেয়ে বিখ্যাত কিংরাজা মোমোগণ-কে রিও ডি জেনিরো-তে পাওয়া যায় যেখানে একজন নেতৃত্বদানকারী রাজার প্রথা ১৯৩৩ সালে পাওয়া যায়।
[http://www.academiadosamba.com.br/memoriasamba/reimomo.htm]:
 
[[Image:Rei-Momo-Rio-de-Janeiro-2005.jpg|thumb|right|220px|২০০৫ সালের কারিওকা কার্নিভালের কিংরাজা মোমো মারসেলো রেইস]]