মার্কো পোলো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী:ঐতিহাসিক ব্যাক্তিত্ব যোগ হটক্যাটের মাধ্যমে
৩০ নং লাইন:
মার্কো পোলোর সঠিক জন্ম তারিখ ও স্থান সম্পর্কে জানা সম্ভব হয় না। বিভিন্ন জায়গায় কিংবা তথ্য উপাত্যে তার জন্মের যে তারিখ ও স্থান দেওয়া আছে তার প্রায় সবই অনুমানভিত্তিক। বেশিরভার ইতিহাসবিদ মনে করেন ইতালির [[স্যান গিয়োভানি ত্রিসোস্টোমো]] শহরকেই তার জন্মস্থান হিসেবে ধরে নেওয়া উচিৎ কারন তার পার্শবর্তী শহর [[ভেনিস]] ছিল তার আপন শহর। আর জন্ম সালের ব্যাপারে অনেকে মনে করেন তিনি [[১২৫৪]] সালের দিকে জন্মেছিলেন। মার্কো পোলোর বাবা নিকোলো একজন বণিক ছিলেন এবং তিনি [[মধ্যপ্রাচ্য|মধ্যপ্রাচ্যে]] গিয়ে ব্যাবসা করতেন বেশ ধনসম্পদ অর্জন করেছিলেন। নিকোলো এবং তার ভাই মাফ্‌ফেও মার্কো পোলোর জন্মের আগেই বানিজ্য যাত্রার রওনা দেন।<br>
 
১২৬০ সালের দিকে নিকোলো ও মাফ্‌ফেও [[কন্সটান্টিনোপল|কন্সটান্টিনোপলে]] থাকতেন কিন্তু এখানে রাজনৈতীক পরিবর্তনের বাতাস ভারি হচ্ছে টের পেয়ে তারা তাদের সমস্ত সম্পদ বিক্রি করে জহরত কেনেন এবং এশিয়ার দিকে রওনা দেন। এশিয়ায় পৌছে তাদের মঙ্গোল সম্রাট [[কুবলাই খান|কুবলাই খানের]] সাথে দেখা হয়। ইতিমধ্যে মার্কো পোলোর জন্ম হয় এবং তার মা মারা যায়। তিনিমার্কো একপোলো তার চাচা-চাচীর কাছে বড় হতে থাকেন এবং সেইসাথে বানিজ্য অর্থনিতীবিবিন্নবিভিন্ন বিষয়ে শিক্ষা দিক্ষা লাভ করতে থাকেন।<br>
 
১২৬৯ সালে নিকোলো ও মাফ্‌ফেও বাড়ি ফেরেন এবং প্রথমবারের মত মার্কো পোলোকে দেখেন। ১২৭১ সালে মার্কো পোলোর যখন প্রায় ১৭ বাছর বয়স তখন আরো একবার তার বাবা- চাচা এবং প্রথমবাররের মত মার্কো পোলো সহ [[এশিয়া|এশিয়ার]] পথে রওনা দেন এবং ২৪ বছর পর ১২৯৫ সালে ফেরেন।ফেরেন [[ভেনিস|ভেনিসে]]। তারা প্রায় ১৫,০০০ মাইল বা প্রায় ২৪,০০০ কিলোমিটার ভ্রমন করেছেন।
 
১২৬৯ সালে নিকোলো ও মাফ্‌ফেও বাড়ি ফেরেন এবং প্রথমবারের মত মার্কো পোলোকে দেখেন। ১২৭১ সালে মার্কো পোলোর যখন প্রায় ১৭ বাছর বয়স তখন আরো একবার তার বাবা- চাচা এবং প্রথমবাররের মত মার্কো পোলো সহ [[এশিয়া|এশিয়ার]] পথে রওনা দেন এবং ২৪ বছর পর ১২৯৫ সালে ফেরেন। তারা প্রায় ১৫,০০০ মাইল বা প্রায় ২৪,০০০ কিলোমিটার ভ্রমন করেছেন।
==জেনোয়ায় বন্দিদশা==
==মৃত্যু==