ডোয়েন ব্র্যাভো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
খেলোয়াড়ী জীবন
Suvray (আলোচনা | অবদান)
বিতর্ক!
১২৩ নং লাইন:
| source = http://www.espncricinfo.com/westindies/content/player/51439.html Cricinfo
}}
'''ডোয়েন জেমস জন ব্র্যাভো''' ({{lang-en|Dwayne James John Bravo}}; [[জন্ম]]: [[৭ অক্টোবর]], [[১৯৮৩]]) [[ত্রিনিদাদ ও টোবাগো|ত্রিনিদাদ ও টোবাগোর]] সান্তা ক্রুজ এলাকায় জন্মগ্রহণকারী [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিয়ান]] [[ক্রিকেটার]]। প্রকৃত [[অল-রাউন্ডার]] হিসেবে তিনি আক্রমণাত্মক [[ব্যাটসম্যান]] ও ডানহাতি [[ফাস্ট বোলিং|মিডিয়াম-ফাস্ট]] [[বোলার|বোলাররূপে]] নিজেকে উপস্থাপন করে থাকেন। [[২০১২ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০|২০১২]] সালের [[আইসিসি বিশ্ব টুয়েন্টি২০]] [[প্রতিযোগিতা|প্রতিযোগিতায়]] বিজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। [[আইসিসি প্লেয়ার র‌্যাঙ্কিং]] প্রথায় [[টুয়েন্টি২০ আন্তর্জাতিক|টুয়েন্টি২০ আন্তর্জাতিকে]] অল-রাউন্ডারের তালিকায় বর্তমানে তার অবস্থান অষ্টম।<ref>[http://www.relianceiccrankings.com/ranking/t20/all-rounder/ রিলায়েন্স র‌্যাঙ্কিং.কম, সংগ্রহ: ৩ মার্চ, ২০১৩ খ্রিঃ]</ref> এছাড়াও ব্র্যাভো [[ড্যারেন স্যামি|ড্যারেন স্যামি’র]] পরিবর্তে [[ ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি|২০১৩]] [[আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি]] প্রতিযোগিতায় ওয়েস্ট ইন্ডিজের [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়কত্ব]] করবেন।<ref>{{cite news |url=http://www.espncricinfo.com/icc-champions-trophy-2013/content/story/634071.html |title=Dwayne Bravo replaces Sammy as ODI captain |date=4 May 2013 |publisher=ESPN |work=Cricinfo |accessdate=5 May 2013 }}</ref>
 
== খেলোয়াড়ী জীবন ==
১২৯ নং লাইন:
 
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ডের]] বিপক্ষে ২০০৩/০৪ মৌসুমে [[একদিনের আন্তর্জাতিক|একদিনের আন্তর্জাতিকের]] মাধ্যমে ব্র্যাভো আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে অভিষিক্ত হন। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বোলিংয়ে সফলতা দেখান ৩১ রানে দুই [[উইকেট]] নিয়ে। ২০০৪ সালে ইংল্যান্ড সফরে [[লর্ডস ক্রিকেট মাঠ|লর্ডসে]] অনুষ্ঠিত প্রথম [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটে। ৪৪ ও ১০ রান করার পাশাপাশি তিন উইকেটও লাভ করেছিলেন তিনি। সিরিজে তিনি ১৬ উইকেট এবং ২২০ রান করেন। তন্মধ্যে [[ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট মাঠ|ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট মাঠে]] অনুষ্ঠিত টেস্টের প্রথম ইনিংসে ৭৭ রান ও পরবর্তীতে ৫৫ রানের বিনিময়ে ৬ উইকেট নেন যা অদ্যাবধি তার সেরা বোলিং পরিসংখ্যান হয়ে রয়েছে।
 
== বিতর্ক ==
২০০৫ সালে [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকার]] বিপক্ষে অ্যান্টিগুয়ায় অনুষ্ঠিত ৪র্থ টেস্টে তিনি তার প্রথম শতক করেন। [[মার্ক বাউচার|মার্ক বাউচারের]] হাতে আউট হন ১০৭ [[রান (ক্রিকেট)|রানে]]। কিন্তু প্রতিপক্ষীয় [[অধিনায়ক (ক্রিকেট)|দলনেতা]] [[গ্রেইম স্মিথ|গ্রেইম স্মিথের]] বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের জন্য সরাসরি অভিযোগ আনেন। কিন্তু স্বাক্ষ্য-প্রমাণাদির অভাবে স্মিথকে নির্দোষ বলে গণ্য করা হয় ও তরুণ অল-রাউন্ডার হিসেবে তাকে ক্ষমা প্রার্থনা করার দাবী জানান।<ref>[http://content-uk.cricinfo.com/southafrica/content/story/208733.html Cricinfo – Hinds fined, but Smith in the clear<!-- Bot generated title -->]</ref> পরবর্তীতে ব্র্যাভো [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড|ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের]] কাছে এমনটি তিনি করেননি বলে জানান যা [[দক্ষিণ আফ্রিকা|দক্ষিণ আফ্রিকার]] [[গণমাধ্যম|গণমাধ্যমে]] ব্যাপক সমালোচিত হয় ও বিতর্কের জন্ম দেয়।
 
== সম্মাননা ==