রাসেল টিফিন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
প্রারম্ভিক জীবন!
Suvray (আলোচনা | অবদান)
আম্পায়ার জীবন
৩০ নং লাইন:
== প্রারম্ভিক জীবন ==
দেশের উত্তরাঞ্চলীয় টেঙ্গুই এলাকায় বসবাসকারী তাঁর পরিবারের সদস্যরা কৃষক ছিলেন। ব্যাঙ্কেট প্রাথমিক বিদ্যালয় এবং হারারেতে অবস্থিত প্রিন্স এডওয়ার্ড হাইস্কুল অধ্যয়ন করেন টিফিন। সেখানে খেলার মাঠে [[উইকেটরক্ষক]]-[[ব্যাটসম্যান|ব্যাটসম্যানের]] ভূমিকায় অবতীর্ণ হতেন তিনি। তিন বছর [[সামরিক বাহিনী|সামরিক বাহিনীতে]] [[চাকুরী]] করে তিনি ম্যাশোনাল্যান্ড দলের পক্ষ হয়ে খেললেন। এছাড়াও, [[ক্যাস্ট্রল]] জিম্বাবুয়ে দলের ম্যানেজার ছিলেন। ১৯৮৬ সালে আম্পায়ার হয়েছিলেন কিন্তু মে, ২০০২ সাল পর্যন্ত চাকুরী চালিয়ে যান। এরপর তিনি পূর্ণাঙ্গকালীন আম্পায়ার নিযুক্ত হন।
 
== আম্পায়ার জীবন ==
২০০১ সালের এপ্রিল মাসে রাসেল টিফিন [[আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা|আইসিসি’র সেরা আম্পায়ার তালিকার]] অন্যতম সদস্যরূপে মনোনীত হন। ফেব্রুয়ারি, ২০০৪ সালে [[অশোকা ডি সিলভা]] ও [[ডেভিড অর্চার্ড|ডেভিড অর্চার্ডের]] সাথে তিনিও চুক্তিনামা নবায়ণে স্বাক্ষর করেননি।<ref>[http://www.icc-cricket.com/icc-news/content/story/136519.html Umpires dropped in 2004]</ref> ৪৪টি টেস্টে আম্পায়ারিত্ব করেন যা যে-কোন জিম্বাবুয়ের আম্পায়ারের চেয়ে বেশী। তা সত্ত্বেও তিনি নিয়মিতভাবে [[একদিনের আন্তর্জাতিক ক্রিকেট|একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে]] আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করে যাচ্ছেন। এপর্যন্ত শতাধিক একদিনের আন্তর্জাতিকের আম্পায়ার হয়েছেন যা বিশ্ব ক্রিকেটে তাঁকে সবচেয়ে বেশী আম্পায়ারের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।
 
== তথ্যসূত্র ==