হাসনাত আব্দুল হাই: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৯ নং লাইন:
==সাহিত্য কর্ম==
প্রকাশিত গল্পগ্রন্থের সংখ্যা চার,উপন্যাস বাইশ, ভ্রমণ কাহিনী ছয় এবং প্রবন্ধ দুই। তিনি মূলত ঔপন্যাসিক ও ভ্রমণ কাহিনীকার হিসাবে খ্যাতি অর্জন করেন। তাঁর লেখা উপন্যাস ''সুলতান'' [[ডাবলিন আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার]] এর জন্য মনোনীত হয়।
 
বাংলা ১৪২০ সনের ১লা বৈশাখ তারিখে প্রথম আলো পত্রিকায় তার একটি কুরুচীপূর্ণ ছোটগল্প ছাপা হওয়ার পরিপ্রেক্ষিতে তুমুল
সমালোচনার মুখে প্রথম আলো কক্তৃপক্ষ তাদের লেখাটি প্রত্যাহার করে নেয় এবং হাসনাত আব্দুল হাই নিজেও এজন্য দুঃখ
প্রকাশ করেন । এসম্পর্কে প্রথম আলোর বক্তব্য এরকম--------" ১৪ এপ্রিল ২০১৩ তারিখের প্রথম আলোর বাংলা নববর্ষের
ক্রোড়পত্রে হাসনাত আবদুল হাই রচিত ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ শীর্ষক ছোটগল্পে ব্যক্ত মতামত এই পত্রিকার নীতি ও
আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ নয়। অসাবধানতাবশত লেখাটি মুদ্রণের জন্য প্রথম আলো আন্তরিকভাবে দুঃখিত এবং পাঠকের কাছে
ক্ষমাপ্রার্থী। আমরা এ লেখাটি প্রত্যাহার করে নিচ্ছি। ইতিমধ্যে লেখাটি অনলাইন সংস্করণ ও ই-পেপার থেকেও অপসারণ করা
হয়েছে। -—সম্পাদক"।
 
উল্লেখ্য, ওই গল্পটি প্রকাশিত হওয়ার পর অনেকেই হাসনাত আব্দুল হাইকে চটি গল্পের লেখক রসময় গুপ্তের সাথে তুলনা করে তাদের ক্ষোভ প্রকাশ করেছিলেন। হাসনাত আব্দুল হাই এবং প্রথম আলো কক্তৃপক্ষের বক্তব্যের পর তাদের সবার ক্ষোভ প্রশমিত হবে বলেই ধারনা করা হচ্ছে।
"