কূটনীতিবিদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
প্রস্তুত!
 
Suvray (আলোচনা | অবদান)
উৎপত্তি!
২ নং লাইন:
 
একজন কূটনৈতিক রাষ্ট্রের [[বৈদেশিক নীতি|বৈদেশিক নীতির]] সবচেয়ে প্রাচীন পদ্ধতির একটি হিসেবে চিহ্নিত ও পরিগণিত যা কয়েক শতক বছর ধরে পররাষ্ট্র মন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
 
== উৎপত্তি ==
[[গ্রীক ভাষা|গ্রীক শব্দ]] διπλωμάτης, diplōmátēs, থেকে এ শব্দটি উদ্ভূত হয়েছে; যিনি শিক্ষাণুক্রমিক ডিপ্লোমা ধারণ না করে কূটনীতিবিদ্যার অনুমোদনপত্র ধারণ করেন। পুরুষ কিংবা নারী হিসেবে তিনি নিজ দেশ বা সংস্থার প্রতিনিধি হিসেবে অন্য দেশ বা সংস্থায় প্রচলিত নিয়মের মধ্যে থেকে কর্তব্য কর্ম সম্পাদন করেন।
 
১৯৬১ সালে ভিয়েনা সম্মেলনে কূটনৈতিক বিষয়ে [[পরিভাষা]] নির্ধারণ করা হয়। সেখানে [[অ্যাম্বাসেডর]], এনভয়, মিনিস্টার এবং [[চার্জ দ’অ্যাফেয়ার্স|চার্জ দ’অ্যাফেয়ার্সকে]] কূটনৈতিক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কনসাল, অ্যাটাশের সাথে কূটনীতিবিদের তুলনা করা চলে। তারা নিজ রাষ্ট্রের অনেকগুলো প্রশাসনিক কার্যাবলীকে তুলে ধরেন। কিন্তু কূটনীতিবিদগণ কোন রাজনৈতিক কার্যাবলী সম্পাদন করেন না।
 
== তথ্যসূত্র ==