ইয়ান বোথাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ইনফো!
Suvray (আলোচনা | অবদান)
প্রারম্ভিক জীবন!
১০৭ নং লাইন:
}}
স্যার '''ইয়ান টেরেন্স বোথাম''', [[ওবিই]] ({{lang-en|Ian Terence Botham}}; [[জন্ম]]: [[২৪ নভেম্বর]], [[১৯৫৫]]) চেশায়্যারে জন্মগ্রহণকারী সাবেক ইংরেজ [[ক্রিকেটার]]। ক্রিকেট খেলায় [[ব্যাটিং]] ও [[বোলিং]] - উভয় বিভাগেই তিনি অসামান্য ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে বিশ্বের ক্রিকেট ইতিহাসে প্রকৃত [[অল-রাউন্ডার|অল-রাউন্ডারের]] মর্যাদা পেয়েছেন। [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড দলের]] পক্ষ হয়ে ১৪টি সেঞ্চুরী ও ৩৮৩টি টেস্ট উইকেট লাভ করেন। শতাধিক [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণের পাশাপাশি [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়কত্ব]] করেছেন তিনি। ১৯৮১ সালে [[দি অ্যাশেজ|অ্যাশেজ]] সিরিজে [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়াকে]] পরাভূত করতে ব্যাপকভাবে সহায়তা করেছিলেন। এ সিরিজটি ‘বোথামের অ্যাসেজ’ নামে পরিচিতি বহন করে আসছে। ''বিফি'' ডাকনামেও তিনি সমান জনপ্রিয়।<ref>{{cite news|url=http://www.ft.com/cms/s/02c82326-1b75-11dc-bc55-000b5df10621.html|title='Sir Beefy' leads cast of nearly 1,000|first=Christopher|last=Adams|work=Financial Times |date=16 June 2007|accessdate=28 August 2009}}</ref> মাঠ ও মাঠের বাইরে বিতর্কিত খেলোয়াড়রূপে তিনি একগুচ্ছ রেকর্ডের অধিকারী হিসেবে অদ্যাবধি ইংল্যান্ডের বোলারদের পক্ষে সর্বাধিক [[উইকেট]] লাভের রেকর্ডটিও ধরে রেখেছেন। বর্তমানে তিনি [[টেলিভিশন|টেলিভিশনে]] কাজ করছেন। [[দাতব্য প্রতিষ্ঠান|দাতব্য প্রতিষ্ঠানের]] অর্থ সংগ্রহের জন্যে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। ২০০৭ সালে [[নাইটহুড|নাইট]] পদবীতে ভূষিত হন। [[ডেনিস কম্পটন]], [[জিম কাম্বস]] ও [[আর্নল্ড সাইডবটম|আর্নল্ড সাইডবটমের]] ন্যায় তিনিও [[দ্য ফুটবল লীগ|ফুটবল লীগের]] অন্যতম [[ফুটবলার]] হিসেবে ১১টি খেলায় অংশগ্রহণ করেছেন।
 
== প্রারম্ভিক জীবন ==
উইর‌্যাল উপত্যকার হেসওয়াল এলাকায় বোথাম জন্মগ্রহণ করেন। বাবা হার্বার্ট লেসলি বোথাম ওয়েস্টল্যান্ড এয়ারক্রাফটে কাজ করতেন। মা ভায়োলেট ম্যারি (বিবাহ-পূর্ব কোলেট) ছিলেন একজন নার্স।<ref>{{cite news|url=http://www.telegraph.co.uk/education/main.jhtml?view=DETAILS&grid=&xml=/education/2007/12/15/fadet115.xml|title=Family detective: Sir Ian Botham|last=Barratt|first=Nick|work=Daily Telegraph |location=UK|date=15 December 2007|accessdate=28 August 2009}}</ref> পিতা-মাতা উভয়েই ক্রিকেট খেলতেন। সমরাসেটের ইয়োভিলে মিলফোর্ড জুনিয়র স্কুলে অধ্যয়ন করেন। সমারসেটেই খেলার সাথে ভালোবাসা জন্মায় ও সমারসেট অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দলে খেলেন।<ref name="botham 36-37">{{cite book
| last = Botham
| first = Ian
| title = Botham: My Autobiography
| publisher=CollinsWillow
| year = 1994
| pages = 36–37
| chapter = A Bouncing Baby Botham
| isbn = 0-00-218316-1 }}</ref> বাকলার্স মিড কমিউনিটি স্কুল থেকে ১৫ বছর বয়সে [[জিসিএসই]] লেভেল শেষ না করেই সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাবে খেলতে যান। এসময়ে তিনি ক্রিস্টাল প্যালেস ফুটবল ক্লাব থেকেও খেলার জন্যে প্রস্তাব পান।<ref>{{cite web|url=http://www.brainyquote.com/quotes/authors/i/ian_botham.html|title=Ian Botham quotes|publisher=Brainy Quote|accessdate=27 August 2009}}</ref> শৈশবকাল থেকেই তিনি একাকী চলতে পছন্দ করতেন। যখন জানা যায় যে বোথাম ক্রীড়াব্যক্তিত্ব হতে চান, তখন তাঁর স্কুলের ক্যারিয়ার মিসট্রেস বলেন, ‘চমৎকার, প্রত্যেকেই খেলতে চায়, কিন্তু আসলেই তুমি কি হতে চাচ্ছ?’
 
== সম্মাননা ==