মেসোপটেমিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৪ নং লাইন:
[[বিষয়শ্রেণী:মেসোপটেমিয় সভ্যতা]]
[[বিষয়শ্রেণী:প্রাচীন ইতিহাস]]
 
'''পাথর যুগের মেসোপটেমিয়া'''
 
নগরসভ্যতা গড়ার আগেও মেসোপটেমীয় অঞ্চলে মানুষের বসতি ছিল। সভ্যতার আগের এই অংশটিকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ। এ যুগের মানুষ সব কাজে প্রধানত পাথরের হাতিয়ার ব্যবহার করতো। এই যুগকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটির নাম পুরোনো পাথরের যুগ। আর শেষেরটি নতুন পাথরের যুগ।
নতুন পাথরের যুগে ফোরাত নদীর উর্বর তীরে মানুষ বসবাস শুরু করেছিলো। আল ইউবেইদ নামের অঞ্চলে প্রথম গ্রাম গড়ে উঠে। তাই এই যুগের মানুষের সংস্কৃতিকে বলা হয় '''ইউবেইদ সংস্কৃতি'''। আজ থেকে প্রায় সাড়ে সাত হাজার বছর আগে গড়ে ওঠা এই সংস্কৃতির মানুষেরা গাছগাছালি আর কাদামাটি দিয়ে ঘর বানাতো।
ইউবেইদ অঞ্চলের আরো দক্ষিণে আরেকটি সংস্কৃতি গড়ে উঠেছিলো। এই অঞ্চলের নাম ওয়ারকা। এই জন্য সংস্কৃতিটির নাম দেয়া হয়েছে '''ইউরুক সংস্কৃতি'''।