লতিফুর রহমান (বিচারপতি): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Muntasir du (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Maksud (আলোচনা | অবদান)
৯ নং লাইন:
সর্বশেষ অবসর প্রাপ্ত বিচাপতি হিসেবে তিনি [[২০০১]] সালের [[জানুয়ারি ১৫|১৫ জানুয়ারি]] [[তত্ত্বাবধায়ক সরকার|তত্ত্বাবধায়ক সরকারের]] প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। [[অষ্টম জাতীয় সংসদ|অষ্টম জাতীয় সংসদের]] নির্বাচন অনুষ্ঠিত হয় [[অক্টোবর ১|১ অক্টোবর]] [[২০০১]] সালে এবং লতিফুর রহমান [[১০ অক্টোবর|১০ অক্টোবর]] নতুন [[খালেদা জিয়া|প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার]] কাছে ক্ষমতা হস্তান্তর করেন। তার অধীনে অনুষ্ঠিত নির্বাচন দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। [[বিএনপি]] এই নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় লাভ করে এবং [[আওয়ামী লীগ]] ৫৮ টি আসন পায়। [[আওয়ামী লীগ]] সভানেত্রী [[শেখ হাসিনা]] এই নির্বাচনের ফলাফল প্রথমে প্রত্যাখ্যান করে এবং শপথ নিতে অস্বীকার করে। আওয়ামী লীগ বিচারপতি লতিফুর রহমান ও তার উপদেষ্টামন্ডলীর ও ব্যাপক নিন্দা করে। যদিও কিছুদিন পর আওয়ামী লীগ সংসদ সদস্যরা শপথ গ্রহণ করে ও সংসদে বিরোধী দল হিসেবে যোগ দেয়।
==রচনা==
প্রধান উপদেষ্টার দায়িত্ব হস্তান্তরের পর বিচারপতি লতিফুর রহমান তার উপদেষ্টা থাকা কালীন অভিজ্ঞতা নিয়ে "''তত্ত্বাবধায়ক সরকারের দিন গুলি ও আমার কথা'' নামের একটি বই লিখেন।