রাষ্ট্রদূত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Addbot (আলোচনা | অবদান)
বট: আন্তঃউইকি সংযোগ সরিয়ে নেওয়া হয়েছে, যা এখন উইকিউপাত্ত ...
১৫ নং লাইন:
নিজ দেশের প্রতিনিধিত্বকারী [[কূটনীতিবিদ]] হিসেবে একজন শীর্ষস্থানীয় [[ব্যক্তি]] কিংবা [[মন্ত্রী]] পর্যায়ের ব্যক্তি অ্যাম্বাসেডর এট লার্জরূপে মনোনীত হন। তিনি সাধারণতঃ প্রতিবেশী অনেকগুলো [[দেশ]], অঞ্চল কিংবা [[আন্তর্জাতিক সংস্থা]] হিসেবে [[জাতিসংঘ]] অথবা [[ইউরোপিয়ান ইউনিয়ন|ইউরোপিয়ান ইউনিয়নের]] সাথে যোগাযোগ রক্ষা করে থাকেন। কিছু ক্ষেত্রে তিনি বিশেষ উদ্দেশ্য নিয়ে রাষ্ট্র কিংবা [[সরকার|সরকারের]] দৃষ্টিভঙ্গী তুলে ধরেন। ঐতিহাসিকভাবে [[প্রেসিডেন্ট]] অথবা [[প্রধানমন্ত্রী|প্রধানমন্ত্রীগণ]] বিশেষ কূটনৈতিক দূতকে বহিঃদেশে প্রেরণ করেন।
 
==অন্য ব্যবহার==
কম গুরুত্বপূর্ণ ধারণায় [[অ্যাম্বাসেডর]] শব্দটি উচ্চ পর্যায়ের অ-কূটনীতিবিদ প্রতিনিধি হিসেবে প্রেরিত হন, যা [[শুভেচ্ছা দূত]] নামে পরিচিত। সাধারণতঃ সাংস্কৃতিক এবং [[দাতব্য সংস্থা|দাতব্য সংস্থার]] উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা ও মনোযোগ আকর্ষণের জন্য [[গণমাধ্যম|গণমাধ্যমে]] তারা উপস্থাপিত হন। গুরুত্বপূর্ণ [[চলচ্চিত্র তারকা]], [[সঙ্গীত শিল্পী|সঙ্গীত শিল্পীরাই]] মূলতঃ জনগণের সম্মুখে [[ইউনেস্কো|ইউনেস্কোর]] কার্যাবলী তুলে ধরার জন্য [[ইউনেস্কো শুভেচ্ছা দূত]] হিসেবে মনোনীত হন।
 
[[ফরাসী ভাষা|ফরাসী ভাষাভাষী]] অঞ্চলের [[ফ্রান্স]], [[ওয়ালোনিয়া]] অথবা [[কুইবেক|কুইবেকে]] এ পদবীটি ''অ্যাম্বাসাদিউর পার্সন'' নামে ব্যবহার করা হয়।