আলভিন রবার্ট কর্নেলিয়াস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Fowzul Azim (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Fowzul Azim (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''আলভিন ''ববি'' রবার্ট কর্ণেলিয়াস''' (৮ মে ১৯০৩ -২১ ডিসেম্বর ১৯৯১) - পাকিস্তানের চতুর্থ প্রধানবিচারপতি,আইনজ্ঞ। ১৯৬০ থেকে ১৯৬৮ পর্যন্ত পাকিস্তান সুপ্রীম কোর্টের প্রধানবিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্ণেলিয়াস ব্রিটিশ ভারতের উত্তর প্রদেশের আগ্রা শহরের এক উর্দ্দুভাষী খ্রিস্টান পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ভারতে এলাহবাদ বিশ্ববিদ্যালয় এবং ইংল্যান্ডের Selwyn College থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
তিনি The Indian Civil Service এ যোগ দেন এবং পাঞ্জাব প্রদেশে Assistant Commissioner হিসেবে কাজ করেন। ১৯৪৩ সালে কর্ণেলিয়াস লাহোর হাইকোর্টে কর্মজীবন শুরু করেন। কিছুদিন পরে পাঞ্জাব সরকারের বিচার বিভাগে যোগ দেন। এসময়ে তিনি Legal History এর ওপর গুরুত্বপূর্ণ Text Book লিখে একজন Jurist হিসাবে খ্যাতি অর্জন করেন। ভারতীয় উপসহাদেশে মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি বৈষম্য লক্ষ করে কর্ণেলিয়াস "পাকিস্তান আন্দোলনের একজন সক্রিয় কর্মী হয়ে ওঠেন। একই সাথে "জাতীয়তাবাদী'' চেতনার জাগরণে সক্রিয় ভূমিকা পালন করেন।
 
১৯৪৬ সালে কর্ণেলিয়াস লাহোর হাইকোর্ট এর সহযোগী বিচারপতি নিযুক্ত হন এবং পাকিস্তানের নাগরিকত্বের সুযোগ নেন। তিনি ক্রমে দেশের আইনের জগতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব পরিণত হন। প্রথমদিকে তিনি আইন মন্ত্রণালয়ের সচিব হিসাবে আইন মন্ত্রী য্রগেন্দ্রনাথ মন্ডল ও প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের সাথে কাজ করেছেন।
 
 
== প্রথম জীবন ==