সাহায্য:লগইন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Addbot (আলোচনা | অবদান)
বট: 1 টি আন্তঃউইকি সংযোগ সরিয়ে নেওয়া হয়েছে, যা এখন [[d:Wikidata:প্রধান_পাতা|উইকিউপাত...
Diptopublication (আলোচনা | অবদান)
" দীপ্ত প্রকাশনী "
১ নং লাইন:
কোনো পৃষ্ঠা দেখা বা সম্পাদনার করার জন্য [[লগইন]] করা জরুরী নয়। এটি শুধু কিছু প্রয়োজনীয় সুবিধা দেয় এবং একজন অবদানকারীকে পরামর্শ দেওয়া হয় যেনো তিনি লগইন করেই তাঁর সম্পাদনা করেন। আপনি যদি আপনার আইপি ঠিকানা গোপন রাখতে চান তবে আপনার অবশ্যই লগইন করা উচিত।
 
==লগইন==
একটি [[ব্যবহারকারী অ্যকাউন্ট]] তৈরি করার অর্থ হচ্ছে, আপনি একটা ব্যবহারকারী নাম বা Useername (সেটা আপনার নাম বা ছদ্মনাম উভয়ই হতে পারে) ও শব্দচাবি বা Password উইকিপিডিয়াকে দিচ্ছেন, ও পরবর্তীতে এই অ্যাকাউন্টে প্রবেশ করেই আপনি কাজ করবেন। ইতোমধ্যেই পছন্দ করা হয়ে গেছে এমন কোনো শব্দ আপনি ব্যবহারকারী নাম হিসেবে দিতে পারবেন না। ব্যবহারকারী অ্যকাউন্ট একটি মেইল আই.ডি.-এর জন্য একবারই খুলতে পারবেন। অ্যকাউন্ট খোলার পর আপনি লগইন করলেন। এরপরের প্রতিবার প্রবেশের সময় আপনাকে আপনার ব্যবহারকারী নাম ও শব্দচাবি প্রবেশ করাতে হবে; এটা প্রমাণ করতে যে আপনি-ই সেই ব্যক্তি।
 
" দীপ্ত প্রকাশনী "
যেসব সম্পাদনা আপনি করবেন, তার রেকর্ড আপনার ব্যবহারকারী নামের আওতায় সংরক্ষিত হবে। যদি আপনি লগইন না করেই কোনো সম্পাদনা করেন তবে আপনার সম্পাদনার তথ্য চলে যাবে, আলাদাভাবে আপনার আই.পি. ঠিকানার আওতায়।
 
মানুষ চিরনঞ্জিব নয় ইচ্ছা বা আকাংখা থাকলেও তার চিরনঞ্জিব হয়া সম্ভব নয় যা ইতিহাস বা ধর্ম তাই প্রমান করে । মানুষের পরিচয় তার কর্মে এবং সে ইচ্ছা করলেই পৃথীবির মাঝে চির স্বরনিয় হয়ে থাকতে পারে আর এটাই তার একমাত্র অবদান হিসাবে বিবেচিত হবে, সেটা হল বই । কালের গর্ভে অস্তিত্ব বিলিন হয়ে গেলেও জ্ঞান বা বই থেকে যায় অনন্ত কাল ধরে । সময়ের সাথে পাল্লা দিয়ে মানুষ অমরত্ব লাভ করে আর এই অমরত্ব ধরে রাখে বিভিন্ন প্রকাশনা । হাজার হাজার যুগ গত হয়েছে মানুষের স্থান পরিবর্তন হয়েছে কিন্তু থেকে গেছে সেই প্রকাশনার রেক বা আলমারিটি । এই অমর এবং গর্বিত কাজে হাত দিয়েছে "দীপ্ত প্রকাশনী" । প্রকাশনীর প্রকাশক রিয়াজুল ইসলাম আর ভাষ্য মতে " দীপ্ত প্রকাশনীর মতো একটা সৃজনশীল, তথ্য সম্রিধ্য, মানসম্পর্ন প্রকাশনা দিতে পের আমি গর্বিত যা ইসলাম, দেশ ও মানুষের কল্যাণে যুগ-উপযুগি ভিন্ন প্রতিস্ঠান নামে যুগ যুগ ধরে বেচে থাকবে" ।
লগইন না করলে আপনি আপনার [[সাহায্য:পৃষ্ঠার ইতিহাস]] পাতায় আপনার আই.পি. ঠিকানা দেখতে পাবেন।
 
==কেনো লগইন করবেন?==