জিমি ওয়েলস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nickaang (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Nickaang (আলোচনা | অবদান)
তথ্যসূত্র ঠিক করা হল।
২২ নং লাইন:
জিমি ওয়েলসের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের আলবামার হান্টসভিলে। তিনি [[র‌্যানডলফ স্কুল]] নামে একটি প্রাক-বিশ্ববিদ্যালয় স্কুলে পড়াশোনা করেন। পরে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন "ফিনান্স" শাখায়। স্নাতক স্কুলে থাকাকালীন তিনি দুটি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েওছিলেন। পরে তিনি ফিনান্স ক্ষেত্রে চাকরি গ্রহণ করেন এবং বেশ কয়েক বছর একটি শিকাগো ফিউচারস ও অপশনস ফার্মে রিসার্চ ডিরেক্টরের পদ অলংকৃত করেন। ১৯৯৬ সালে তিনি দু-জন সহকারীর সহায়তায় [[বোমিস]] নামে একটি পুরুষদের বিনোদন ও প্রাপ্তবয়স্ক বিষয়ভিত্তিক ওয়েবপোর্টাল প্রতিষ্ঠা করেন। এই ওয়েবসাইটটি থেকেই পরবর্তীকালে উদ্ভুত বিশ্বকোষ [[নুপিডিয়া]] (২০০০-২০০৩) এবং তার উত্তরসূরি উইকিপিডিয়ার প্রাথমিক অর্থসংস্থান হয়েছিল।
 
২০০১ সালে [[ল্যারি স্যাঙ্গার]] ও অন্যান্যদের সঙ্গে একযোগে তিনি উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ প্রতিষ্ঠা করেন। এই বিশ্বকোষের ব্যাপ্তি ও জনপ্রিয়তা বৃদ্ধি পেলে ওয়েলস হয়ে ওঠেন প্রকল্পটির পৃষ্ঠপোষক ও মুখপাত্র। তাঁকে ঐতিহাসিকভাবে উইকিপিডিয়ার [[উইকিপিডিয়া:প্রতিষ্ঠাতা|সহ-প্রতিষ্ঠাতা]] বলা হলেও, তিনি নিজেকে উইকিপিডিয়ার একমাত্র প্রতিষ্ঠাতা ঘোষণা করে "সহ-" পদমর্যাদাটি অস্বীকার করেন।<ref name="Brian Bergstein"/><ref{{cite name="Parmy Olson"/> ওয়েলস উইকিপিডিয়া-পরিচালনাকারী [[উইকিমিডিয়া ফাউন্ডেশন]] নামে একটি অ-বাণিজ্যমুখী দাতব্য সংস্থার অছিপরিষদের সদস্য। তিনি পরিষদ-নিয়োজিত "সম্প্রদায়-প্রতিষ্ঠাতা" বা "কমিউনিটি ফাউন্ডার"-এর পদটিতে বৃত রয়েছেন। ২০০৪ সালে, তিনি ও অপর উইকিমিডিয়া অছি [[অ্যাঞ্জেলা বিজলে]] মিলে [[উইকিয়া]] নামে একটি বেসরকারি ওয়েব-হোস্টিং সার্ভিস প্রতিষ্ঠা করেন।news
|first=Brian
|last=Bergstein
|authorlink=Brian Bergstein
|title=Sanger says he co-started Wikipedia
|url=http://www.msnbc.msn.com/id/17798723/
|work=[[MSNBC]]
|agency=Associated Press
|date=March 25, 2007
|accessdate=March 26, 2007
|quote=The nascent Web encyclopedia Citizendium springs from Larry Sanger, a philosophy PhD who counts himself as a co-founder of Wikipedia, the site he now hopes to usurp. The claim does not seem particularly controversial—Sanger has long been cited as a co-founder. Yet the other founder, Jimmy Wales, is not happy about it.}}</ref><ref name="Parmy Olson">{{cite news
|first=Parmy
|last=Olson
|title=A New Kid On The Wiki Block
|url=http://www.forbes.com/2006/10/18/sanger-wikipedia-citizendium-face-cx_po_1018autofacescan02.html
|work=Forbes
|date=October 18, 2006
|accessdate=March 28, 2009
|quote=}}</ref> ওয়েলস উইকিপিডিয়া-পরিচালনাকারী [[উইকিমিডিয়া ফাউন্ডেশন]] নামে একটি অ-বাণিজ্যমুখী দাতব্য সংস্থার অছিপরিষদের সদস্য। তিনি পরিষদ-নিয়োজিত "সম্প্রদায়-প্রতিষ্ঠাতা" বা "কমিউনিটি ফাউন্ডার"-এর পদটিতে বৃত রয়েছেন। ২০০৪ সালে, তিনি ও অপর উইকিমিডিয়া অছি [[অ্যাঞ্জেলা বিজলে]] মিলে [[উইকিয়া]] নামে একটি বেসরকারি ওয়েব-হোস্টিং সার্ভিস প্রতিষ্ঠা করেন।
 
ওয়েলস দু-বার বিবাহ করেছেন। তাঁর দ্বিতীয় স্ত্রী ক্রিস্টিনার গর্ভে তাঁর এক কন্যা আছে। ওয়েলস নিজেকে [[অবজেক্টিভিজম (আইন র‌্যান্ড)|অবজেক্টিভিস্ট]] এবং কিছু পরিমাণে [[উদারনীতিবাদী]] মনে করেন। তাঁর সৃষ্ট উইকিপিডিয়া বিশ্বের বৃহত্তম বিশ্বকোষে পরিণত হলে ''[[টাইম (পত্রিকা)|টাইম]]'' পত্রিকা তাদের ২০০৬ সালের বিশ্বের সর্বাপেক্ষা প্রভাবশালী ব্যক্তিবর্গের নামের তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করে।<ref name="Economist2008">{{cite news