আব্দুল জলিল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
BdEdit (আলোচনা | অবদান)
৪৮ নং লাইন:
 
===ট্রাম্পকার্ড===
২০০৪ সালে আওয়ামি লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ঘোষণা দেন যে ৩০ এপ্রিল তারিখের মধ্যে সরকারের পতন ঘটানো হবে। তাঁর হাতে ট্রাম্প কার্ড রয়েছে। এই ট্রাম্প কার্ড কী তা কখনো বলা হয় নি। এটি এখনো রহস্যাবৃত। তবে ৩০শে এপ্রিলে সরকারের পতন হয় নি। এই ট্রাম্পকার্ড তত্ত্বেরর জন্য আব্দুল জলিল দলের ভডতরে ও বাইরে হাস্যাস্পদ হন।
<ref>[http://www.weeklyblitz.net/286/ruling-party-leader-busts-hidden-story-in Ruling party leader busts 'hidden story' in Bangladesh]</ref> <ref>[http://www.thedailystar.net/magazine/2004/05/02/perspective.htm Jalil and The Mystery of the Invisible Trump Card]</ref>
 
===২০০৭-০৮ সালের ভূমিকা===
২০০৭ সালে ক্ষমতা দখলের পর সেনাসমর্থিত তত্ত্ববধায়ক সরকার কিছু প্রশ্নযোগ্য সংস্কার-উদ্যোগ গ্রহণ করে। এর মধ্যে একটি ছিল 'মাইনাস টু ফর্মুলা', যার লক্ষ্য ছিল প্রধান দুই জননেত্রীর অপসারণের মাধ্যমে জাতির বিরাজনীতিকরণ। এই সময় আওয়ামী লীগের যারা সেনাসমর্থিত তত্ত্ববধায়ক সরকারের কার্যক্রমকে সমর্থন দিয়েছিলেন তাদের একজন আব্দুল জলিল। এই ভূমিকার জন্য পরবর্তীকালে তাঁকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ হারাতে হয়। ২০০৮-এর নির্বাচনের বিজয় লাভ করে আওয়ামী লীগ সরকার গঠন করলেও জ্যেষ্ঠ দলীয় নেতা আব্দুল জলিলকে মন্ত্রী সভায় নেয়া হয় নি। এই বঞ্চনার মনো:কষ্ট নিয়েই তাঁকে মৃত্যুবধি সময় কাটাতে হয়েছে।