আসিমভ্‌স গাইড টু দ্য বাইবেল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে
১ নং লাইন:
{{Unreferenced|date=মার্চ ২০১০}}
 
'''আসিমভ্‌স গাইড টু দ্য বাইবেল''' ([[ইংরেজি ভাষায়]]: Asimov's Guide to the Bible) বিখ্যাত মার্কিন লেখক [[আইজাক আসিমভ]] রচিত গ্রন্থের নাম। এই বই প্রথমে দুই খণ্ডে বেরিয়েছিল। [[১৯৬৭]] সালে [[ওল্ড টেস্টামেন্ট]] বিষয়ে প্রথম খণ্ড এবং [[১৯৬৯]] সালে [[নিউ টেস্টামেন্ট]] বিষয়ে দ্বিতীয় খণ্ড। [[১৯৮১]] সালে এই দুই খণ্ডকে একত্রিত করে ১৩০০ পৃষ্ঠার একটি পূর্ণাঙ্গ বইয়ের রূপ দেয়া হয়।
 
ধারাবাহিকভাবে [[বাইবেল|বাইবেলের]] প্রতিটি বিষয়ের বর্ণনা রয়েছে এই বইয়ে। সাথে রয়েছে প্রচুর সাদাকালো মানচিত্র। বাইবেলের ঐতিহাসিক ও ভৌগোলিক ব্যাখ্যা এবং এর উপর রাজনীতির প্রভাবই ছিল আসিমভের লেখার বিষয়বস্তু। পাশাপাশি বাইবেলের মূল চরিত্রগুলোর জীবনীও স্থান পেয়েছে। আসিমভ সম্পূর্ণ [[ধর্মনিরপেক্ষতা|ধর্মনিরপেক্ষ]] দৃষ্টিভঙ্গিতে বাইবেলকে তুলে ধরেছেন। এর সাথে কোন ধর্মীয় ব্যাখ্যা সংযুক্ত নেই। বাইবেলের বাণী ও সাধারণ ব্যাখ্যা সবই এতে অন্তর্ভুক্ত রয়েছে।