ক্লাইড ওয়ালকট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
অবসর পরবর্তী জীবন
৪৫ নং লাইন:
| bat avg2 = ৫৬.৫৫
| 100s/50s2 = ৪০/৫৪
| top score2 = ৩১৪ [[অপরাজিত (ক্রিকেট)|অপরাজিত]]
| deliveries2 = ৩,৪৮৭
| wickets2 = ৩৫
৬৮ নং লাইন:
 
জানুয়ারি, ১৯৪৮ সালে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন ওয়ালকট।<ref>[http://statserver.cricket.org/db/ARCHIVE/1940S/1947-48/ENG_IN_WI/ENG_WI_T1_21-26JAN1948.html 1st Test]</ref> ব্রিজটাউনে [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] বিপক্ষে অনুষ্ঠিত ঐ টেস্ট ড্র হয়েছিল। দীর্ঘদেহী ওয়ালকট স্ট্রোকপ্লেয়ার হিসেবে পরিচিতি পেয়েছেন। পিছনের পায়ে ভর রেখে দ্রুততার সাথে কাট, ড্রাইভ অথবা পুল শট মারতেন তিনি। প্রথম ১৫টি টেস্টে দলের পক্ষ হয়ে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন। পিঠের ব্যথাজনিত কারণে দস্তানা নিয়ে পিছনে না দাড়াতে পারায় ব্যাটিংয়ে মনোনিবেশ ঘটান ও সফলকাম হন। ফিল্ডিংয়ে স্লিপ পজিশনে দাড়াতেন ও মাঝে-মধ্যে ফাস্ট-মিডিয়াম বোলারের ভূমিকায় অবতীর্ণ হতেন।
 
== অবসর পরবর্তী জীবন ==
২০০৬ সালে [[আর্সেনাল ফুটবল ক্লাব|আর্সেনালের]] [[ফুটবলার]] [[থিও ওয়ালকট]] [[ইংল্যান্ড ফুটবল দল|ইংল্যান্ড ফুটবল দলে]] প্রথম মনোনীত হলে ব্যাপকভাবে গুঞ্জন রটিয়ে পড়ে যে স্যার ক্লাইড তার চাচা। [[দ্য সানডে টেলিগ্রাফ|দ্য সানডে টেলিগ্রাফে]] এ বিষয়ে একটি নিবন্ধে স্যার ক্লাইড বলেন যে, 'থিও ওয়ালকট তার আত্মীয় সম্পর্কীয় কেউ নন'।<ref>[http://www.telegraph.co.uk/news/worldnews/centralamericaandthecaribbean/barbados/1518340/Theo-who-Ive-never-heard-of-this-other-Walcott-says-Sir-Clyde.html Theo who? I've never heard of this other Walcott, says Sir Clyde], ''[[Sunday Telegraph]]'', 14 May 2006.</ref> ক্লাইড ওয়ালকট দু'টি [[আত্মজীবনী]] প্রকাশ করেন। ১৯৫৮ সালে 'আইল্যান্ড ক্রিকেটার্স' এবং ১৯৯৯ সালে 'সিক্সটি ইয়ার্স অন দ্য ব্যাকফুট'। ওয়ালকট ওয়েস্ট ইন্ডিজের ম্যানেজার হিসেবে দায়িত্বপালনকালে প্রথিতযশা বোলার [[মাইকেল হোল্ডিং|মাইকেল হোল্ডিংয়ের]] অভিষেক ঘটেছিল। তাঁর মৃত্যুতে হোল্ডিং বলেন, "আরও একজন ভাল মানুষ চলে গেলেন - তিনি শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের কীর্তিমান ব্যক্তি ছিলেন না; বরঞ্চ সমগ্র বিশ্বেরও কীর্তিমানদের একজন ছিলেন।"<ref>[http://www.lastingtribute.co.uk/tribute/walcott/2561834 Tribute to Sir Clyde Walcott]</ref>
 
== তথ্যসূত্র ==