ক্লাইড ওয়ালকট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
TjBot (আলোচনা | অবদান)
r2.7.2) (বট যোগ করছে: de:Clyde Walcott, fr:Clyde Walcott, mr:क्लाइड वॉलकॉट
Suvray (আলোচনা | অবদান)
৬৫ নং লাইন:
 
== ক্রিকেট জীবন ==
প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় ১৯৪২ সালে বার্বাডোজের পক্ষে সর্বপ্রথম খেলেন ১৬ বছর বয়সী ক্লাইড ওয়ালকট। ফেব্রুয়ারি, ১৯৪৬ সালে প্রথম চমক দেখান তিনি। উইকেটে অবস্থান করে বিদ্যালয়ের বন্ধু ফ্রাঙ্ক ওরেলকে সাথে নিয়ে ৪র্থ উইকেট জুটিতে ত্রিনিদাদের বিপক্ষে ৫৭৪ রান করেন। তিনি করেছিলেন ৩১৪* ও ফ্রাঙ্ক ওরেল ২৫৫*। এ রানের জুটিটি প্রথম শ্রেণীর ক্রিকেটে [[বিশ্বরেকর্ড]] যা অদ্যাবধি ওয়েস্ট ইন্ডিজের অনুকূলে রয়েছে।
 
জানুয়ারি, ১৯৪৮ সালে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন ওয়ালকট।<ref>[http://statserver.cricket.org/db/ARCHIVE/1940S/1947-48/ENG_IN_WI/ENG_WI_T1_21-26JAN1948.html 1st Test]</ref> ব্রিজটাউনে [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] বিপক্ষে অনুষ্ঠিত ঐ টেস্ট ড্র হয়েছিল। দীর্ঘদেহী ওয়ালকট স্ট্রোকপ্লেয়ার হিসেবে পরিচিতি পেয়েছেন। পিছনের পায়ে ভর রেখে দ্রুততার সাথে কাট, ড্রাইভ অথবা পুল শট মারতেন তিনি। প্রথম ১৫টি টেস্টে দলের পক্ষ হয়ে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন। পিঠের ব্যথাজনিত কারণে দস্তানা নিয়ে পিছনে না দাড়াতে পারায় ব্যাটিংয়ে মনোনিবেশ ঘটান ও সফলকাম হন। ফিল্ডিংয়ে স্লিপ পজিশনে দাড়াতেন ও মাঝে-মধ্যে ফাস্ট-মিডিয়াম বোলারের ভূমিকায় অবতীর্ণ হতেন।
 
== তথ্যসূত্র ==