হার্ডিঞ্জ ব্রিজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ইনফো!
Bellayet (আলোচনা | অবদান)
একীকরণ
২৬ নং লাইন:
|coordinates= {{coord|54|03|57|N|89|01|35|E|type:landmark|display=inline,title}}
}}
'''হার্ডিঞ্জ ব্রিজ''' ({{lang-en|Hardinge Bridge}}) [[বাংলাদেশের]] [[পাবনা জেলার]] ঈশ্বরদী উপজেলার পাকশী রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি রেলসেতু। এটি [[বাংলাদেশ|বাংলাদেশের]] সবচেয়ে দীর্ঘ রেলসেতু হিসেবে পরিচিত। [[পাবনা জেলা|পাবনা জেলার]] [[পাকশি রেলস্টেশন|পাকশি রেলস্টেশনের]] দক্ষিণে [[পদ্মা নদী|পদ্মা নদীর]] উপর এই [[সেতু]]সেতুটি অবস্থিত। এই সেতুর নির্মাণকাল ১৯০৯-১৯১৫। তৎকালীন [[ভাইসরয়]] [[লর্ড হার্ডিঞ্জ|লর্ড হার্ডিঞ্জের]] নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয়। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য ১,৭৯৮.৩২ মিটার বা ৫৯০০ফুট। এর উপর দু'টি [[ব্রড-গেজ রেললাইন]] রয়েছে।
== অবস্থান ==
হার্ডিঞ্জ ব্রিজ ঈশ্বরদী উপজেলাধীন পাকশী ইউনিয়নে অবস্থিত। হার্ডিঞ্জ ব্রীজ ঈশ্বরদী উপজেলার একটি ঐতিহ্যবাহী স্থাপনা। ঈশ্বরদী উপজেলা সদর হতে প্রায় ৮ কিঃ মিঃ দক্ষিণে পাকশী ইউনিয়নে পদ্মা নদীর উপর ব্রীজটি অবস্থিত।
 
== ইতিহাস ==
১৮৮৯ সালে তৎকালীন অবিভক্ত ভারত সরকার আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও উত্তরবঙ্গের সাথে কলকাতার যোগাযোগ সহজতর করার লক্ষ্যে পদ্মা নদীর উপর ব্রীজ নির্মাণের প্রস্তাব করেন। পরবর্তীতে ১৯০৮ সালে ব্রীজ নির্মাণের মঞ্জুরী লাভের পর বৃটিশ প্রকৌশলী স্যার রবার্ট গেইল্স সেতু নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন।
 
১৯০৯ সালে ব্রীজ নির্মাণের সার্ভে শুরু হয়। ১৯১০-১১ সালে পদ্মার দুই তীরে ব্রীজ রক্ষার বাঁধ নির্মাণ হয়। ১৯১২ সালে ব্রীজটির গাইড ব্যাংক নির্মাণের কাজ শুরু হয়। পাশাপাশি ব্রীজটির গার্ডার নির্মাণের কাজ শুরু হয়। অতঃপর ব্রীজটির গার্ডার নির্মাণের জন্য কূপ খনন করা হয়। ২৪ হাজার শ্রমিক দীর্ঘ ৫ বছর অক্লান্ত পরিশ্রম করে ১৯১৫ সালে ব্রীজটির নির্মাণ কাজ শেষ করেন। তৎকালীন ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। তাঁর নামানুসারে ব্রীজটির নামকরণ করা হয় হার্ডিঞ্জ ব্রীজ। সেতুটির নির্মাণ ব্যয় ৩ কোটি ৫১ লক্ষ ৩২ হাজার ১ শত ৬৪ টাকা। ব্রীজটির দৈর্ঘ্য ৫ হাজার ৮ শত ফুট। ব্রীজটিতে ১৫টি স্প্যান আছে। ব্রীজটি ঈশ্বরদী ভেড়ামারা সীমানায় পদ্মানদীর উপর অবস্থিত। ব্রীজটি দিয়ে শুধু ট্রেন চলাচল করে। বাংলাদেশ রেলওয়ে ব্রীজটির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
 
==গ্যালারি==
<gallery>
 
Image:Hardinge Bridge Bangladesh (2).JPG
Image:Hardinge Bridge Bangladesh (4).JPG
৪২ ⟶ ৪৮ নং লাইন:
Image:Hardinge Bridge Bangladesh (15).JPG
Image:Hardinge Bridge Bangladesh (14).JPG
 
</gallery>
==বহিঃসংযোগ==
* [http://ishurdi.pabna.gov.bd/node/98959]
 
{{অসম্পূর্ণ}}