আলাপ:খ্রিস্টধর্মে নবীগণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৮ নং লাইন:
 
:ফেরেশতাদেরকে বাংলা বাইবেলে "দেবদূত" বলা হয়েছে, তাই ওটা ঝামেলা করবে না আশা করি। ঠিক আছে, একটু সময় লাগবে। আমি বাইবেলের নতুন নিয়ম - পুরাতন নিয়ম খুঁজে দেখে জানাচ্ছি। আর স্ট্যান্ডার্ড বাইবেল, মানে Old Testament ও New Testament। এছাড়াও অনেক গসপেল আছে, যেগুলোকে গ্রহণ করা হয়। তবে অ্যাপোক্রাইফাগুলো বাদ দিয়ে ধরতে হবে। সময় লাগবে, জানাচ্ছি ইনশাল্লাহ। তবে যদ্দুর মনে হয়, সেটা বোধহয় "পয়গম্বর"। —[[User:Mayeenul Islam|মঈনুল ইসলাম]] ([[User talk:Mayeenul Islam|আলাপ]] * [[Special:Contributions/Mayeenul Islam|অবদান]]) ০৬:০৪, ৮ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)
 
'''[http://www.christbd.org/ask/prophet এই আলোচনা থেকে]''' জানা গেল, দুটো শব্দ ব্যবহৃত হয়েছে: "ভাববাদী" এবং "নবী"। তাই আমার মনে হয় "[[খ্রিস্টধর্মে নবীগণ]]"ই ঠিক হবে। আমরা আবার ফিরে যেতে পারি। (ওখানকার ইউযারনেম-পাসওয়ার্ড ভুলে গেছি, রিট্রিভ করতেও পারছি না, একটা প্রশ্ন এসেছে ওখানে, কেউ সেটা পরিষ্কার করলে ভালো হতো।) —[[User:Mayeenul Islam|মঈনুল ইসলাম]] ([[User talk:Mayeenul Islam|আলাপ]] * [[Special:Contributions/Mayeenul Islam|অবদান]]) ১০:১৬, ৯ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)
"খ্রিস্টধর্মে নবীগণ" পাতায় ফেরত যান।