৭১৫টি
সম্পাদনা
অ (r2.7.1) (Robot: Modifying new:अटिल्ला हन to new:अत्तिला हन) |
Taief.shahed (আলোচনা | অবদান) (সম্প্রসারণ) |
||
}}
আতিলা ছিলেন [[হুন]] জাতির একজন শাসক যিনি ৪৩৪ খ্রিষ্টাব্দ হতে ৪৫৩ খ্রিষ্টাব্দে তার মৃত্যুর আগ পর্যন্ত সিংহাসনে ছিলেন। তার শাসনামলে [[হুনিক সাম্রাজ]] [[উরাল নদী]] হতে [[রাইন নদী]] এবং [[দানিউব নদী]] হতে [[বাল্টিক সাগর]] পর্যন্ত বিস্তৃত হয়।
তিনি ছিলেন পশ্চিম ও পূর্ব রোমান সাম্রাজের অন্যতম ভীতির কারণ। তিনি দানিউব নদী দুইবার পার হন এবং [[বলকান অঞ্চল]] লুট করেন, কিন্তু [[কন্সট্যান্টিনোপল]] দখল করতে ব্যর্থ হন। আতিলা রোমান গল (আধুনিক ফ্রান্স) জয় করারও চেষ্টা চালান। তিনি ৪৫১ সালে রাইন নদী পার হয়ে অরেলিয়ানাম (অরলিন্স) শহর পর্যন্ত মার্চ করে যান। এখানে কাতালোনিয়ান প্লেইন্স এর যুদ্ধে তিনি পরাজিত হন।
[[ang:Ætla]]
|