এফ. ডব্লিউ. ডি ক্লার্ক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Subrata Roy (আলোচনা | অবদান)
Subrata Roy (আলোচনা | অবদান)
রাজনৈতিক জীবন
৪৭ নং লাইন:
ডি ক্লার্ক ১৮ মার্চ, ১৯৩৬ তারিখে দক্ষিণ আফ্রিকার [[জোহানেসবার্গ|জোহানেসবার্গে]] জন্মগ্রহণ করেন।<ref>{{cite web |url= http://www.nobelprize.org/nobel_prizes/peace/laureates/1993/klerk.html |title=F.W. de Klerk - Biography |first= |last=|work=nobelprize.org |year=2012 [last update] |accessdate=16 August 2012}}</ref> ''লি ক্লার্ক'' এবং ''ডি ক্লার্ক'' থেকে তাঁর নামের অংশবিশেষ যুক্ত হয়েছে। নামের এ অংশটি [[ফ্রান্স|ফ্রান্সের]] [[প্রোটেষ্ট্যান্ট]] ধর্মাবলম্বী সদস্যদের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় ব্যুৎপত্তি ঘটেছে।<ref>{{cite book|last=Lugan|first=Bernard|year=1996|title=Ces Français qui ont fait l'Afrique du Sud (''The French People Who Made South Africa'')|publisher=Bartillat|isbn=2-84100-086-9}}</ref> সাহিত্যে ফরাসী ও ডাচ ভাষায় এ [[গোত্রনাম|গোত্রনামটির]] অর্থ দাঁড়ায় ''দ্য ক্লার্ক''। ডি ক্লার্ক উল্লেখ করেছেন যে তিনিও [[ডাচ]] বংশোদ্ভূত।<ref>[http://www.timeslive.co.za/sport/soccer/article542568.ece/Diplomatic-FW-to-cheer-for-Dutch 'Diplomatic' FW to cheer for Dutch]</ref><ref>{{cite web|url=http://www.trouw.nl/krantenarchief/1995/11/13/2572116/Frederik_en_Marike_de_Klerk_vinden_hun_wortels_in_Zeeland.html |title=Frederik en Marike de Klerk vinden hun wortels in Zeeland – Trouw |publisher=Trouw.nl |date=13 November 1995 |accessdate=13 February 2011}}</ref> তাঁর পূর্বপুরুষ কেপে ডাচদের মাধ্যমে ভারতীয়-দক্ষিণ আফ্রিকান হিসেবে দাসত্ব করেছেন।<ref>[http://allafrica.com/stories/199902080126.html FW de Klerk Reveals Colourful Ancestry]</ref>
 
ক্রুজার্সডর্প এলাকার মনুমেন্ট হাই স্কল থেকে ম্যাট্রিক পাস করেন। ১৯৫৮ সালে পটশেফস্ট্রুম বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও এলএলবি ডিগ্রী অর্জন করেন। স্নাতক ডিগ্রী অর্জন শেষে তিনি ট্রান্সভাল প্রদেশের ভেরেনিগিং এলাকায় আইন ব্যবসা শুরু করেন। অধ্যয়নকালীন সময়ে তিনি [[অ্যাটর্নি]] হতে চেয়েছিলেন। ছাত্রাবস্থায় তিনি [[ন্যাশনাল পার্টি (দক্ষিণ আফ্রিকা)|ন্যাশনাল পার্টিতে]] যোগ দেন। ১৯৫৮ সালে পড়াশোনা শেষ করেন। পড়াশোনা শেষে ১৯৭২ সাল পর্যন্ত তিনি দলের আইনী পরামর্শক ছিলেন। ক্লার্ক দুইবার [[বিয়ে]] করেন। ''মার্লি উইলমসে'' নামীয় রমণীকে প্রথম বিয়ে করেন। এ সংসারে তাঁর তিন [[সন্তান]] রয়েছে। পরবর্তীতে ১৯৯৮ সালে ''এলিতা জর্জিয়াদেস'' নাম্নী রমণীকে বিয়ে করে সংসারধর্ম পালন করছেন।
 
ক্লার্ক দুইবার [[বিয়ে]] করেন। ''[[মারিক ডি ক্লার্ক|মারিক উইলমসে]]'' নামীয় রমণীকে প্রথম বিয়ে করেন। এ সংসারে দুই পুত্র ও এক কন্যা [[সন্তান]] রয়েছে।<ref name="bio">Abrams, Irwin, Nobelstiftelsen. ''Peace 1991–1995'', 1999. Page 71.</ref> পরবর্তীতে ১৯৯৮ সালে ''এলিতা জর্জিয়াদেস'' নাম্নী রমণীকে বিয়ে করে সংসারধর্ম পালন করছেন।
 
== রাজনৈতিক জীবন ==
১৯৬৯ সালে ভেরেনিগিং এলাকা থেকে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি পরিষদে প্রথমবারের মতো সদস্যরূপে নির্বাচিত হন। দক্ষিণ আফ্রিকার সংসদে দায়িত্বপালনকালীন সময়ে ১৯৭২ সালে পটশেফস্ট্রুমে প্রশাসকত্ব আইন বিষয়ে অধ্যাপনার প্রস্তাবনা পান। কিন্তু তিনি তা নাকচ করে দেন। ১৯৭৮ সালে ক্যাবিনেট সদস্য হন। ১৯৭৮ সালে প্রধানমন্ত্রী [[বি. জে. ভোর্স্টার|ভোর্স্টারের]] শাসনামলে ডাক, তার, সমাজকল্যাণ ও অবসরভাতাবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান হন। ১৯৭৮-৭৯ সালে [[প্রধানমন্ত্রী]] [[পি.ডব্লিউ. বোথা|পি.ডব্লিউ. বোথার]] অধীনে ডাক, টেলিযোগাযোগ, ক্রীড়া ও বিনোদনবিষয়ক মন্ত্রী হন। ১৯৮০-৮২ সালে খনিজ ও শক্তিসম্পর্কীয়; ১৯৮২-৮৫ সালে অভ্যন্তরীণ বিষয়ক এবং ১৯৮৪-৮৯ মেয়াদকালে জাতীয় শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রী ছিলেন। ১৯৮২ সালে ট্রান্সভাল প্রদেশের ন্যাশনাল পার্টি প্রধান হন। প্রতিনিধি সভার মন্ত্রী সভায় সভাপতিরও দায়িত্ব পালন করেন ডি ক্লার্ক।
২০০৪ সালে তিনি [[নিউ ন্যাশনাল পার্টি (দক্ষিণ আফ্রিকা)|নিউ ন্যাশনাল পার্টি]] ত্যাগ করেন। এর প্রধান কারণ ছিল [[আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস|আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের]] সাথে নিউ ন্যাশনাল পার্টির একীভূতকরণ প্রক্রিয়ায় অংশ নেয়া। ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার [[বর্ণবাদ বৈষম্য নীতি]] অপসারণ ও জাতিগত সংঘর্ষ দূর করে বৈশ্বিকভাবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। এরফলে দক্ষিণ আফ্রিকায় বহুজাতিভিত্তিক গণতন্ত্রের সূচনা হয়। সংখ্যাগরিষ্ঠ [[কৃষ্ণাঙ্গ]] জনগোষ্ঠী তাদের ন্যায্য ভোটাধিকারসহ অন্যান্য অধিকার পায়।
 
২০০৪ সালে তিনি [[নিউ ন্যাশনাল পার্টি (দক্ষিণ আফ্রিকা)|নিউ ন্যাশনাল পার্টি]] ত্যাগ করেন। এর প্রধান কারণ ছিল [[আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস|আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের]] সাথে নিউ ন্যাশনাল পার্টির একীভূতকরণ প্রক্রিয়ায় অংশ নেয়া। ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার [[বর্ণবাদ বৈষম্য নীতি]] অপসারণ ও জাতিগত [[সংঘর্ষ]] দূর করে বৈশ্বিকভাবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। এরফলে দক্ষিণ আফ্রিকায় বহুজাতিভিত্তিক গণতন্ত্রের সূচনা হয়। সংখ্যাগরিষ্ঠ [[কৃষ্ণাঙ্গ]] জনগোষ্ঠী তাদের ন্যায্য [[ভোট|ভোটাধিকারসহ]] অন্যান্য [[অধিকার]] পায়।
 
== সম্মাননা ==