এফ. ডব্লিউ. ডি ক্লার্ক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Subrata Roy (আলোচনা | অবদান)
রাজনৈতিক জীবন
Subrata Roy (আলোচনা | অবদান)
ব্যক্তিগত জীবন
৪৩ নং লাইন:
}}
'''ফ্রেদেরিক উইলেম ডি ক্লার্ক''' ({{lang-en|Frederik Willem de Klerk}}; [[জন্ম]]: [[১৮ মার্চ]], [[১৯৩৬]]) [[দক্ষিণ আফ্রিকা|দক্ষিণ আফ্রিকার]] বিশিষ্ট [[রাজনীতিবিদ]] হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকার [[রাষ্ট্রপতি]] ছিলেন। ১৯৯৩ সালে অবিসংবাদিত নেতা [[নেলসন ম্যান্ডেলা|নেলসন ম্যান্ডেলার]] সাথে তিনিও [[শান্তি|শান্তিতে]] [[শান্তিতে নোবেল পুরস্কার|নোবেল পুরস্কার]] লাভ করেন। দক্ষিণ আফ্রিকায় [[গণতন্ত্র|গণতন্ত্রের]] নতুন যুগের সূচনা করেন ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রেক্ষাপটে তাঁরা এ [[পুরস্কার|পুরস্কারে]] মনোনীত হন।<ref>{{cite web |url= http://www.nobelprize.org/nobel_prizes/peace/laureates/1993/ |title=The Nobel Peace Prize 1993 |first= |last= |work=nobelprize.org |year=2012 |accessdate=16 August 2012}}</ref> ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি উপ-রাষ্ট্রপতিরও দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে তিনি রাজনীতি থেকে [[অবসর]] নেন।
 
== ব্যক্তিগত জীবন ==
ডি ক্লার্ক ১৮ মার্চ, ১৯৩৬ তারিখে দক্ষিণ আফ্রিকার [[জোহানেসবার্গ|জোহানেসবার্গে]] জন্মগ্রহণ করেন।<ref>{{cite web |url= http://www.nobelprize.org/nobel_prizes/peace/laureates/1993/klerk.html |title=F.W. de Klerk - Biography |first= |last=|work=nobelprize.org |year=2012 [last update] |accessdate=16 August 2012}}</ref> অধ্যয়নকালীন সময়ে তিনি [[অ্যাটর্নি]] হতে চেয়েছিলেন। ছাত্রাবস্থায় তিনি [[ন্যাশনাল পার্টি (দক্ষিণ আফ্রিকা)|ন্যাশনাল পার্টিতে]] যোগ দেন। ১৯৫৮ সালে পড়াশোনা শেষ করেন। পড়াশোনা শেষে ১৯৭২ সাল পর্যন্ত তিনি দলের আইনী পরামর্শক ছিলেন।
 
ক্লার্ক দুইবার [[বিয়ে]] করেন। ''মার্লি উইলমসে'' নামীয় রমণীকে প্রথম বিয়ে করেন। এ সংসারে তাঁর তিন [[সন্তান]] রয়েছে। পরবর্তীতে ১৯৯৮ সালে ''এলিতা জর্জিয়াদেস'' নাম্নী রমণীকে বিয়ে করে সংসারধর্ম পালন করছেন।
 
== রাজনৈতিক জীবন ==