এফ. ডব্লিউ. ডি ক্লার্ক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Subrata Roy (আলোচনা | অবদান)
ইনফো!
Subrata Roy (আলোচনা | অবদান)
রাজনৈতিক জীবন
২১ নং লাইন:
|successor2 = [[থাবো এমবেকি]] (একাকী)
|birth_date = {{birth date and age|df=yes|1936|03|18}}
|birth_place = [[জোহান্সবার্গজোহানেসবার্গ]], [[ট্রান্সভাল প্রদেশ]], [[দক্ষিণ আফ্রিকা ইউনিয়ন]]
|death_date =
|death_place =
৪২ নং লাইন:
|footnotes =
}}
'''ফ্রেদেরিক উইলেম ডি ক্লার্ক''' ({{lang-en|Frederik Willem de Klerk}}; [[জন্ম]]: [[১৮ মার্চ]], [[১৯৩৬]]) [[দক্ষিণ আফ্রিকা|দক্ষিণ আফ্রিকার]] বিশিষ্ট [[রাজনীতিবিদ]] হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকার [[রাষ্ট্রপতি]] ছিলেন। ১৯৯৩ সালে অবিসংবাদিত নেতা [[নেলসন ম্যান্ডেলা|নেলসন ম্যান্ডেলার]] সাথে তিনিও [[শান্তি|শান্তিতে]] [[শান্তিতে নোবেল পুরস্কার|নোবেল পুরস্কার]] লাভ করেন। দক্ষিণ আফ্রিকায় [[গণতন্ত্র|গণতন্ত্রের]] নতুন যুগের সূচনা করেন ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রেক্ষাপটে তাঁরা এ [[পুরস্কার|পুরস্কারে]] মনোনীত হন।<ref>{{cite web |url= http://www.nobelprize.org/nobel_prizes/peace/laureates/1993/ |title=The Nobel Peace Prize 1993 |first= |last= |work=nobelprize.org |year=2012 |accessdate=16 August 2012}}</ref> ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি উপ-রাষ্ট্রপতিরও দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে তিনি রাজনীতি থেকে [[অবসর]] নেন।
 
== রাজনৈতিক জীবন ==
২০০৪ সালে তিনি [[নিউ ন্যাশনাল পার্টি (দক্ষিণ আফ্রিকা)|নিউ ন্যাশনাল পার্টি]] ত্যাগ করেন। এর প্রধান কারণ ছিল [[আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস|আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের]] সাথে নিউ ন্যাশনাল পার্টির একীভূতকরণ প্রক্রিয়ায় অংশ নেয়া। ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার [[বর্ণবাদ বৈষম্য নীতি]] অপসারণ ও জাতিগত সংঘর্ষ দূর করে বৈশ্বিকভাবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। এরফলে দক্ষিণ আফ্রিকায় বহুজাতিভিত্তিক গণতন্ত্রের সূচনা হয়। সংখ্যাগরিষ্ঠ [[কৃষ্ণাঙ্গ]] জনগোষ্ঠী তাদের ন্যায্য ভোটাধিকারসহ অন্যান্য অধিকার পায়।
 
== তথ্যসূত্র ==