জোসেফ পুলিৎজার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
Subrata Roy (আলোচনা | অবদান)
ব্যক্তিগত জীবন
৩৪ নং লাইন:
== প্রারম্ভিক জীবন ==
পুলিৎজার হাঙ্গেরীর ম্যাকোতে জন্মগ্রহণ করেন। ১৮৬৪ সালে সেখান থেকে [[অভিবাসন|অভিবাসিত]] হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন। [[আমেরিকার গৃহযুদ্ধ|আমেরিকার গৃহযুদ্ধে]] ''ফার্স্ট নিউইয়র্ক ক্যাভার্লিতে'' সংবাদদাতা হিসেবে কাজ করেন। ১৮৬৭ সালে আমেরিকার [[নাগরিক|নাগরিকত্ব]] লাভ করেন। একই বছরে মিসৌরীর সেন্ট লুইসে অবস্থিত [[জার্মান|জার্মানভিত্তিক]] দৈনিক সংবাদপত্র ''ওয়েস্টলিসে পোস্টের'' প্রতিবেদক হিসেবে নিযুক্ত হন। ১৮৭১ সালে তিনি সম্পাদকীয় পরিচালনার দায়িত্ব পান এবং দৈনিকের একাংশ মালিকানা লাভ করেন। কিন্তু দুই বছর পর চলে যান। সাংবাদিকতার পাশাপাশি সেন্ট লুইসের [[রাজনীতি|রাজনীতিতেও]] জড়িয়ে পড়েন পুলিৎজার। ১৮৬৯ সালে মিসৌরীর [[প্রতিনিধি সভা|প্রতিনিধি সভায়]] যোগ দেন। ১৮৭২ সালে [[লিবারেল রিপাবলিকান পার্টি|লিবারেল রিপাবলিকান পার্টির]] পক্ষ থেকে হোরেস গ্রীলে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন। গ্রীলে দলের পরাজয়ের প্রেক্ষিতে পুলিৎজার ডেমোক্র্যাট সদস্য হন। আইনে স্নাতক ডিগ্রী অর্জন করেন এবং ''নিউইয়র্ক সান পত্রিকার'' সংবাদদাতা হন। ১৮৭৮ সালে পুলিৎজার ''সেন্ট লুইস ইভনিং ডিসপ্যাচ'' এবং ''ইভনিং পোস্ট'' পত্রিকাদ্বয়ের মালিকানা ক্রয় করেন। এ দুটো পত্রিকাকে একীভূত করেন ''পোস্ট-ডিসপ্যাচ'' নামে। ১৮৮৩ সালে তিনি ''নিউইয়র্ক ওয়ার্ল্ড'' নামে নতুন একটি দৈনিক সংবাদপত্র প্রকাশ করেন। তার পরিচালনায় এটি বৃহত্তম সংবাদপত্র হিসেবে আবির্ভূত হয়।
 
== ব্যক্তিগত জীবন ==
৩১ বছর বয়সে ১৮৭৮ সালে ''ক্যাথরিন কেট ডেভিস'' নাম্নী মিসিসিপির এক সম্পদশালী পরিবারের নারীকে বিয়ে করেন। ক্যাথরিন তারচেয়ে পাঁচ বছরের বড় ছিলেন। তাদের সংসারে সাত সন্তান জন্মগ্রহণ করে। [[রাল্ফ পুলিৎজার]], দ্বিতীয় জোসেফ, কনস্ট্যান্স, এডিথ এবং হার্বাট তাদের সন্তান। ৩১ ডিসেম্বর, ১৮৯৭ সালে তাদের জ্যেষ্ঠা কন্যা লুসিলি পুলিৎজার টাইফয়েড জ্বরে মারা যায়।
 
১৮৮৩ সালে সম্পদশালী ব্যক্তিরূপে পুলিৎজার $৩,৪৬,০০০ মার্কিন ডলারের বিনিময়ে [[জে গোল্ড|জে গোল্ডের]] কাছ থেকে ''নিউইয়র্ক ওয়ার্ল্ড'' ক্রয় করেন। ঐ সময়ে পত্রিকাটি প্রতি বছর গড়ে চল্লিশ হাজার ডলার লোকসান দিতো। প্রচার সংখ্যা বাড়াতে পুলিৎজার মানবধর্মী কৌতুলহলোদ্দীপক গল্প, রটনা এবং আবেগধর্মী বিষয়াবলী অন্তর্ভূক্ত করেন। ১৮৮৪ সালে তিনি প্রতিনিধি সভার সদস্যরূপে নির্বাচিত হলেও সাংবাদিকতার তাড়নায় পদত্যাগ করেন। ১৮৮৭ সালে জনপ্রিয় গোয়েন্দা সাংবাদিক [[নেলি ব্লাই|নেলি ব্লাইকে]] নিয়োগ করেন। প্রথম সংবাদপত্র হিসেবে [[কমিক]] রঙিন মুদ্রণ করেন। তার নেতৃত্বে প্রচার সংখ্যা পনের হাজার থেকে একলাফে ছয় লক্ষে উন্নীত হয় যা দেশের সর্বাপেক্ষা বৃহৎ সংবাদপত্রের মর্যাদা পায়।<ref>Brian, ''Pulitzer'' (2001)</ref>
 
== তথ্যসূত্র ==