ফুটবল ক্লাব বার্সেলোনা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
DarafshBot (আলোচনা | অবদান)
r2.7.1) (বট যোগ করছে: af, als, an, ar, ast, az, be, be-x-old, bg, bs, ca, ckb, cs, cy, da, de, diq, el, en, eo, es, et, eu, ext, fa, fi, fr, fy, ga, gl, he, hr, hu, hy, id, is, it, ja, jv, ka, kbd, kk, km, kn, ko, ku, ky, la, lb, lt, ...
Musabbir035 (আলোচনা | অবদান)
৬১ নং লাইন:
 
===ক্লাব দি ফুটবল বার্সেলোনা===
 
[[চিত্র:Camp Nou des de l'helicòpter.jpg|thumb|left|১৯৫৭ সালে ক্লাবের সমর্থকদের আর্থিক সহায়তায় ক্যাম্প ন্যু স্টেডিয়াম প্রতিষ্ঠিত হয়।]]
১৯৫৯ সালে বার্সেলোনা জাতীয় পর্যায়ে ডাবল শিরোপা জেতে। ১৯৬০ সালে লা লিগা ও ইন্টার সিটিজ ফেয়ার্স কাপ নিয়ে আবারও ডাবল শিরোপা জেতে বার্সেলোনা। ১৯৬১ সালে ইউরোপীয়ান কাপে <small>(বর্তমানে চ্যাম্পিয়ন্স লীগ)</small> প্রথম দল হিসেবে [[রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব|রিয়াল মাদ্রিদকে]] হারানোর কৃতিত্ব অর্জন করে বার্সেলোনা। কিন্তু বেনফিকার কাছে ফাইনালে ৩–২ ব্যবধানে হেরে যায় তারা।<ref>{{cite web|url=http://www.rsssf.com/tablese/ec1.html|title=European Champions' Cup|publisher=RSSSF|date=২ জুন ২০১০ |accessdate=১৯ জানুয়ারি ২০১৩|first=Karel|last=Stokkermans}}</ref><ref>{{cite web|url=http://www.rsssf.com/ec/ec196061.html|title=European Competitions 1960–61|publisher=RSSSF|date=২৭ জুন ২০০৭|accessdate=১১ জানুয়ারি ২০১৩|first=James M.|last=Ross}}</ref><ref name="fcbarcelona3">{{cite web|url=http://www.fcbarcelona.com/web/english/club/historia/etapes_historia/etapa_3.html|title=History part III|publisher=FC Barcelona|accessdate=১৮ জানুয়ারি ২০১৩}}</ref>
 
১৯৬০ এর দশকে বার্সেলোনা খুব বেশি সফলতা পায়নি। এ সময় লা লিগায় একচেটিয়াভাবে রাজত্ব করে [[রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব|রিয়াল মাদ্রিদ]]। ক্যাম্প ন্যু-এর নির্মান কাজ ১৯৫৭ সালে শেষ হয়, ফলে খেলোয়াড়দের পেছনে ব্যয় করার জন্য কিছু পরিমান টাকা ক্লাবটির কাছে ছিল।<ref name="fcbarcelona3"/> ইতিবাচক দিকগুলোর মধ্য ছিল, ঐ দশকে ইয়োসেপ মারিয়া ফুস্তে ও চার্লস রেক্সাসের মত খেলোয়াড়দের উদ্ভব ঘটে এবং বার্সেলোনা ১৯৬৩ সালে কোপা দেল জেনের‍্যালিসিমো ও ১৯৬৬ সালে ফেয়ার্স কাপ জেতে। ১৯৬৮ সালে স্যান্তিয়াগো বের্ন্যাব্যুতে [[রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব|রিয়াল মাদ্রিদকে]] কোপা জেনের‍্যালিসিমোর ফাইনালে ০–১ ব্যবধানে হারিয়ে বার্সেলোনা তার হারানো ঐতিহ্য ফিরে পায়। ১৯৭৪ সালে ফ্রাংকোর একনায়কতন্ত্রের অবসান ঘটলে বার্সেলোনা ক্লাবের নাম পরিবর্তন করে পুনরায় ফুটবল ক্লাব বার্সেলোনা রাখা হয়। ক্লাবের প্রতীকটিও পরিবর্তন করা হয় এবং তাতে প্রকৃত বর্ণগুলো ফিরিয়ে আনা হয়।<ref>{{cite web|url=http://www.fcbarcelona.com/web/english/club/historia/simbols/escut.html|title=The Crest|publisher=FC Barcelona|accessdate=১৮ জানুয়ারি ২০১৩}}</ref>
 
১৯৭৩–৭৪ মৌসুমে বার্সেলোনায় যোগ দেন [[ইয়োহান ক্রুইফ]]। তাকে ডাচ ক্লাব [[এএফসি আয়াক্স]] হতে ৯২০,০০০ ইউরোর বিনিময়ে ক্রয় করে বার্সেলোনা। তিনি [[নেদারল্যান্ডস|নেদারল্যান্ডসের]] একজন প্রতিষ্ঠিত খেলোয়াড় ছিলেন। তিনি ইউরোপীয় সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে তিনি [[রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব|রিয়াল মাদ্রিদের]] চেয়ে বার্সেলোনাকে বেশি পছন্দ করেন কারন তিনি এমন কোন ক্লাবে খেলতে চান না যেখানে ফ্রাংকো সহযোগীতা করে। এই কথার মাধ্যমে ক্রুইফ খুব দ্রুতই বার্সেলোনা সমর্থকদের মন জয় করে ফেলেন। সমর্থকদের কাছে তিনি আরও পছন্দের একজন হয়ে ওঠেন, যখন তিনি তার ছেলের নাম হিসেবে কাতালান নাম ‘‘জর্দি’’ ব্যবহার করেন <small>(ইয়োহান জর্দি ক্রুইফ)</small>।
 
জোয়ান ম্যানুয়েল আসেন্সি, চার্লস রেক্সাস ও হুগো সতিলের মত দক্ষ খেলোয়াড়দের নিয়ে ১৯৭৩–৭৪ মৌসুমে তিনি দলকে লা লিগা শিরোপা এনে দেন। ১৯৬০ সালের পর এটিই ছিল বার্সেলোনার প্রথম লা লিগা শিরোপা।<ref name="rsssf1"/> তারা স্যান্তিয়াগো বের্ন্যাব্যুতে [[রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব|রিয়াল মাদ্রিদকে]] ৫–০ ব্যবধানে হারায়।<ref>{{cite web|url=http://www.lfp.es/?tabid=113&Controltype=tres&t=073&idDivision=1|title=La Liga season 1973–74|publisher=LFP|accessdate=১৮ জানুয়ারি২০১৩}}</ref> ১৯৭৩ সালে [[ইয়োহান ক্রুইফ|ক্রুইফকে]] ইউরোপীয় বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়। এটি ছিল তার দ্বিতীয় ব্যালন দি’অর, প্রথমটি তিনি ১৯৭১ সালে [[এএফসি আয়াক্স|আয়াক্সে]] খেলার সময় জিতেছিলেন। ১৯৭৪ সালে তিনি তৃতীয়বারের মত ব্যালন দি’অর জেতেন। ঐ সময় তিনি তিনটি ব্যালন দি’অর জেতা একমাত্র খেলোয়াড় ছিলেন।<ref>{{cite web|url=http://www.rsssf.com/miscellaneous/europa-poy.html|date=১১ ডিসেম্বর ২০০৯|author=Moore, Rob; Stokkermans, Karel|title=European Footballer of the Year ("Ballon d'Or")|publisher=RSSSF|accessdate=১৮ জানুয়ারি ২০১৩}}</ref>
 
===নুনেজ যুগ (১৯৭৮–২০০০)===