ফুটবল ক্লাব বার্সেলোনা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Musabbir035 (আলোচনা | অবদান)
Musabbir035 (আলোচনা | অবদান)
৪৮ নং লাইন:
১৯২৫ সালের ১৪ জুন, স্টেডিয়ামের দর্শকগন স্পেনের জাতীয় সঙ্গীতের ব্যঙ্গ করে এবং ‘‘God Save The King’’ এর প্রতি সম্মান জানিয়ে মিগুয়েল প্রিমো দি রিভেরার একনায়কতন্ত্রের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানায়। স্টেডিয়ামটিকে প্রতিহিংসামূলকভাবে ছয় মাসের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং গ্যাম্পারকে পরিচালকের পদ হতে সরে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়। ১৯২৬ সালে, ক্লাবের পরিচালনা পর্ষদ ক্লাবটিকে প্রথমবারের মত পেশাদার ক্লাব হিসেবে ঘোষনা করে।
 
১৯২৮ সালে বার্সেলোনা কোপা দেল রে শিরোপা জেতে। রাফায়েল অ্যালবার্তির লেখা ‘‘Oda a Platko’’ নামক একটি কবিতার মাধ্যমে তারা এই জয় উত্‍যাপন করে।<ref>{{cite web|title=Football, European Integration, National Identity: The Case of FC Barcelona|author=Roy, Joaquín|year=2001|publisher=European Community Studies Association (paper)|page=4}}</ref> ব্যক্তিগত ও আর্থিক সমস্যার কারনে জোয়ান গ্যাম্পার বিষন্ন হয়ে পড়েন। ১৯৩০ সালের ৩০ জুলাই, তিনি আত্মহত্যা করেন।<ref name="fcbarcelona1"/>
 
খেলাধুলার উপর রাজনৈতিক প্রভাব পড়তে শুরু করলেও ক্লাবটি ১৯৩০, ১৯৩১, ১৯৩২, ১৯৩৪, ১৯৩৬ ও ১৯৩৮ সালে কাতালান কাপ জেতে।<ref name="rsssf1"/> ১৯৩৬ সালে স্পেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার এক মাস পর বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও-এর কয়েকজন খেলোয়াড়কে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এমন ব্যক্তিদের সাথে তালিকাভুক্ত করা হয়। ৬ আগস্ট, ক্লাব প্রেসিডেন্ট ইয়োসেপ সানিওলকে হত্যা করে স্পেনের রাজনৈতিক দল ফালাঞ্জের সেনারা। ইয়োসেপ সানিওল ছিলেন স্বাধীনতার স্বপক্ষে।
 
১৯৩৭ সালের গৃষ্মে, বার্সেলোনা [[মেক্সিকো]] এবং [[যুক্তরাষ্ট্র]] সফর করে। এই সফর ক্লাবটিকে অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি দেয়। ১৯৩৮ সালের ১৬ মার্চ, বার্সেলোনাতে বিমান হামলা চালানো হয়। এতে তিন হাজারেরও বেশি প্রাণহানি ঘটে। এমনকি একটি বোমা ক্লাবের অফিসেও আঘাত হানে। কয়েক মাস পর, কাতালুনিয়া দখলদারিত্বের অধীনে আসে। গৃহযুদ্ধ শেষে কাতালান পতাকা বাতিল করে দেওয়া হয় এবং ক্লাবগুলোর অ-স্পেনীয় নাম ব্যবহার নিষিদ্ধ করা হয়। ফলে ফুটবল ক্লাব বার্সেলোনার নাম পরিবর্তন করে রাখা হয় ‘‘ক্লাব দি ফুটবল বার্সেলোনা’’ এবং তাদেরকে কাতালান পতাকাও সড়িয়ে ফেলতে হয়।<ref name="fcbarcelona2"/>
 
১৯৪৩ সালে, কোপা দেল রে-এর সেমিফাইনালে [[রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব|রিয়াল মাদ্রিদের]] মুখোমুখি হয় বার্সেলোনা। প্রথম লেগের খেলায় লেস কোর্তস্ স্টেডিয়ামে বার্সেলোনা ৩–০ ব্যবধানে জয় লাভ করে। দ্বিতীয় লেগের খেলার পূর্বে স্পেনের রাষ্ট্রীয় নিরাপত্তা প্রধান বার্সেলোনার ড্রেসিং রুমে যান। তিনি খেলোয়াড়দেরকে মনে করিয়ে দেন যে তারা শুধুমাত্র শাসকদের উদারতার কারনে খেলছেন। খেলায় [[রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব|রিয়াল মাদ্রিদ]] ১১–১ ব্যবধানে জয় লাভ করে।<ref>{{cite web|url=http://www.fifa.com/aboutfifa/federation/news/newsid=70557.html|title=Barça—Much more than just a Club|date=১০ ডিসেম্বর ১৯৯৮|accessdate=১৮ জানুয়ারি ২০১৩|publisher=[[ফিফা]]|last=Aguilar|first=Paco|archiveurl=http://web.archive.org/web/20100527222642/http://www.fifa.com/aboutfifa/federation/news/newsid=70557.html|archivedate=২৭ মে ২০১০}}</ref> রাজনৈতিক দূরবস্থা সত্বেও, ১৯৪০ ও ১৯৫০ এর দশকে বার্সেলোনা তাদের সফলতার ধারা বজায় রাখে। ১৯৪৫ সালে, ইয়োসেপ স্যামিতেরের মত ম্যানেজার এবং সিজার রামালেতস ও ভ্যালেস্কোর মত খেলোয়াড়দের নিয়ে বার্সেলোনা লা লিগা শিরোপা জেতে। এটিই ছিল তাদের প্রথম লা লিগা শিরোপা। ১৯৪৮ এবং ১৯৪৯ সালেও তারা লা লিগা শিরোপা জেতে। ঐ বছর তারা কোপা ল্যাতিনা শিরোপাও জেতে। ১৯৫০ সালের জুনে, বার্সেলোনা ল্যাদিসলাও কুবালার সাথে চুক্তি করে।
 
১৯৫১ সালে একটি বৃষ্টিবহুল রবিবারে, স্যান্তেনদারের বিপক্ষে খেলায় বার্সেলোনা ২–১ ব্যবধানে জয় লাভ করে। খেলা শেষে লেস কোর্তস্ স্টেডিয়ামের দর্শকগন কোন ট্রামগাড়ী না নিয়ে পায়ে হেঁটে রওনা দেয়। যা ফ্রাংক কর্তৃপক্ষের কাছে ছিল বিস্ময়কর। [[বার্সেলোনা|বার্সেলোনায়]] একটি ট্রাম ধর্মঘট সংঘটিত হয়, যা বার্সেলোনা ক্লাবের সমর্থকদের সমর্থন পেয়েছিল। এধরনের আরও অনেক ঘটনা ক্লাবটিকে কাতালুনিয়ার প্রতিনিধি হিসেবে পরিচিত করে তোলে। অনেক প্রগতিশীল স্পেনীয় নাগরিক ক্লাবটিকে অধিকার ও স্বাধীনতার রক্ষাকারী হিসেবে দেখেন।
 
ম্যানেজার ফেদ্রিন্যান্দ ডওচিক ও কুবালা ১৯৫২ সালে দলটিকে পাঁচটি আলাদা শিরোপা এনে দেন। এর মধ্যে ছিল, লা লিগা, কোপা দেল জেনেরালিসিমো (কোপা দেল রে), কোপা ল্যাতিনা, কোপা ইভা দুয়ার্তে এবং কোপা মার্তিনি রোসি। ১৯৫৩ সালে, বার্সেলোনা আবারও লা লিগা ও কোপা দেল জেনেরালিসিমো জেতে।
 
===ক্লাব দি ফুটবল বার্সেলোনা===