ফুটবল ক্লাব বার্সেলোনা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Musabbir035 (আলোচনা | অবদান)
Musabbir035 (আলোচনা | অবদান)
৩৪ নং লাইন:
===বার্সেলোনার জন্ম (১৮৯৯–১৯২২)===
[[চিত্র:Futbol club barcelona - notas de sport.jpg|thumb|250p­x|right|‘‘লস দেপোর্তেস’’ পত্রিকায় জোয়ান গ্যাম্পারের বিজ্ঞাপন।]]
১৮৯৯ সালের ২২ অক্টোবর, জোয়ান গ্যাম্পার ‘‘লস দেপোর্তেস’’ পত্রিকায় একটি বিজ্ঞাপন প্রকাশ করে ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করতে তার আগ্রহ প্রকাশ করেন। ২৯ নভেম্বর, জিমন্যাসিও সোলে একটি সম্মেলনে তিনি ইতিবাচক সাড়া পান। সম্মেলনে এগারো জন খেলোয়াড় উপস্থিত ছিলেন। তারা হলেন: গুয়ালতেরি ওয়াইল্ড, লুইস ডি'ওসো, বার্তোমেউ তেরাদাস, অটো কুঞ্জলে, অটো মায়ের, এনরিক ডুক্যাল, পেরে ক্যাবত, জোসেপ লোবেত, জন পার্সনস এবং উইলিয়াম পার্সনস। এভাবে জন্ম নেয় '''ফুট-বল ক্লাব বার্সেলোনা (Foot-Ball Club Barcelona)'''।
 
আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সফলভাবেই শুরু করে বার্সেলোনা। ১৯০২ সালে তারা ‘‘কোপা ম্যাকায়া’’ জেতে, যা ছিল তাদের প্রথম শিরোপা। ঐ বছর তারা কোপা দেল রে প্রতিযোগীতায়ও অংশগ্রহন করে এবং ফাইনালে ক্লাব ভিজক্যায়ার (অ্যাথলেটিক বিলবাও) বিপক্ষে ১–২ ব্যবধানে হেরে যায়।<ref name="rsssf1">{{cite web|url=http://www.rsssf.com/tabless/spancuphist.html|title=Spain - List of Cup Finals|author=Carnicero, José Vicente Tejedor|publisher=RSSSF|date=২১ মে ২০১০|accessdate=১৮ জানুয়ারি ২০১৩}}</ref>
 
১৯০৮ সালে, জোয়ান গ্যাম্পারকে ক্লাব প্রেসিডেন্ট করা হয়। অর্থনৈতিক সমস্যার কারনে ১৯০৫ সালের পর থেকে আর কোন শিরোপা জিততে পারছিলনা বার্সেলোনা। তিনি মোট ২৫ বছর ক্লাবের পরিচালক হিসেবে ছিলেন। তার সময়ের সবচেয়ে বড় অর্জনগুলোর মধ্যে ছিল বার্সেলোনার নিজস্ব স্টেডিয়াম। এতে করে, বার্সেলোনা একটি প্রতিষ্ঠিত আয়ের উত্‍স পেয়ে যায়।<ref name="fcbarcelona1">{{cite web|url=http://www.fcbarcelona.com/web/english/club/historia/etapes_historia/etapa_1.html|title=History part I|publisher=FC Barcelona|accessdate=১৮ জানুয়ারি ২০১৩}}</ref>
 
===প্রজাতন্ত্র ও গৃহযুদ্ধ (১৯২৩–১৯৫৭)===