জ্যাক লন্ডন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
MerlIwBot (আলোচনা | অবদান)
বট যোগ করছে: zh,ky,eu,pl,bs,uz,es,af,hu,et,sq,br,el,my,pnb,sv,nl,ar,pt,eo,ru,sr,tr,mk,fi,uk,be-x-old,pa,nn,mzn,az,hr,da,kk,pms,be,ko,he,fr,lv,it,gl,id,de,ja,vi,simple,sh,hi,tg,sk,ku,hy,fy,cv,no,ro,ca,war,sl,cs,bg,fa,ka,lt
Suvray (আলোচনা | অবদান)
রাজনৈতিক দর্শন
২৮ নং লাইন:
 
১৮৮৫ সালে [[ওইডা]] রচিত [[ভিক্টোরিয়া যুগ|ভিক্টোরিয়া যুগের]] 'সিগনা' [[উপন্যাস|উপন্যাসটির]] সন্ধান পান ও পড়েন। এরফলেই জ্যাক লন্ডন [[সাহিত্য]] চর্চায় অগ্রসর হয়ে বিশ্বসাহিত্যকে সমৃদ্ধ করেন।<ref>London, Jack (1917) "Eight Factors of Literary Success", in Labor (1994), p. 512. "In answer to your question as to the greatest factors of my literary success, I will state that I consider them to be: Vast good luck. Good health; good brain; good mental and muscular correlation. Poverty. Reading Ouida's ''Signa'' at eight years of age. The influence of Herbert Spencer's ''Philosophy of Style.'' Because I got started twenty years before the fellows who are trying to start today."</ref> ১৮৮৬ সালে [[ওকল্যান্ড গণগ্রন্থাগার|ওকল্যান্ড গণগ্রন্থাগারে]] যান। সেখানে [[ইনা কুলব্রিথ]] নাম্নী একজন সহানুভূতিশীল [[গ্রন্থাগারিক|গ্রন্থাগারিকের]] সহযোগিতা পান। তিনিই তাকে পড়াশোনা শিখতে উদ্বুদ্ধ করেছিলেন। পরবর্তীকালে ইনা ক্যালিফোর্নিয়ার প্রথম [[কবি]] এবং স্যানফ্রান্সিস্কোর সাহিত্য পরিষদের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।
 
== রাজনৈতিক দর্শন==
এপ্রিল, ১৯৮৬ সালে [[সোশ্যালিস্ট লেবার পার্টি|সোশ্যালিস্ট লেবার পার্টিতে]] যোগদান করেন জ্যাক লন্ডন। একই বছর ২২ বছর বয়সী লন্ডনের ওকল্যান্ডের সিটি হল পার্কে রাতের বেলায় জনসংযোগের বক্তৃতামালাও ''স্যান ফ্রান্সিস্কো ক্রনিকলে'' গল্পাকারে প্রকাশিত হয়। এর এক বছর পর [[রাজনীতি|রাজনৈতিক]] আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে [[গ্রেফতার]] করা হয়। ১৯০১ সালে তিনি সোশ্যালিস্ট লেবার পার্টি ত্যাগ করেন। নতুন প্রতিষ্ঠিত [[সোশ্যালিস্ট পার্টি অব আমেরিকা|সোশ্যালিস্ট পার্টি অব আমেরিকায়]] যোগ দেন তিনি। ১৯০১ ও ১৯০৫ সালে ওকল্যান্ডের [[মেয়র]] পদে নির্বাচন করেন। কিন্তু [[নির্বাচন|নির্বাচনী]] ফলাফল তেমন সুখকর হয়নি। ১৯০৬ সালে [[সমাজতন্ত্র|সমাজতন্ত্রের]] বিষয়ে দেশব্যাপী বক্তৃতা-বিবৃতি দেন। সমাজতন্ত্র সম্পর্কে তাঁর এ বক্তৃতামালা সঙ্কলন আকারে ''দি ওয়্যার অব দ্য ক্লাসেস''; ''রিভল্যুশন, অ্যান্ড আদার এসেজ'' নামীয় গ্রন্থে প্রকাশ করা হয়।
 
== তথ্যসূত্র ==