ডেভিড গাওয়ার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
প্রারম্ভিক জীবন
৯১ নং লাইন:
}}
'''ডেভিড আইভন গাওয়ার''', [[ওবিই]] ({{lang-en|David Ivon Gower}}; [[জন্ম]]: [[১ এপ্রিল]], [[১৯৫৭]]) সাবেক [[ইংল্যান্ড|ইংরেজ]] [[ক্রিকেটার]]। পরবর্তীকালে তিনি [[স্কাই স্পোর্টস|স্কাই স্পোর্টসের]] [[ধারাভাষ্যকার]] হিসেবে পরিচিতি পেয়েছেন। ১৯৮০-এর দশকে তিনি [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়কের]] দায়িত্ব পালন করেছেন। তিনি আধুনিককালের অন্যতম সেরা বামহাতি [[ব্যাটসম্যান|ব্যাটসম্যানরূপে]] পরিগণিত হয়ে আছেন। নিজ দলের পক্ষে সর্বাধিক [[টেস্ট ক্রিকেট]] খেলায় অংশগ্রহণসহ তিনি সর্বোচ্চ রান সংগ্রহকারী। ১১৭টি টেস্টে অংশগ্রহণ করে ৮,২৩১ রান করেন তিনি। এছাড়াও, তিনি ইংল্যান্ডের পক্ষ হয়ে সবচেয়ে বেশী ১১৪টি [[একদিনের আন্তর্জাতিক ক্রিকেট]] খেলেন।
 
== প্রারম্ভিক জীবন ==
১৯৫৭ সালে টানব্রিজ ওয়েলসে জন্মগ্রহণ করেন। ঐ সময়ে ''রিচার্ড গাওয়ার'', ওবিই নামীয় পিতা তৎকালীন ব্রিটিশ শাসনাধীন [[উপনিবেশ]] [[ট্যাঙ্গানিকা|ট্যাঙ্গানিকার]] [[রাজধানী]] [[দার এস সালাম|দার এস সালামে]] ঔপনিবেশিক চাকুরীতে নিয়োজিত ছিলেন। সেখানেই তিনি তাঁর শৈশবকাল অতিবাহিত করেন।<ref name="cricpro">{{cite web|url=http://www.espncricinfo.com/ci/content/player/13418.html |title=Player Profile: David Gower|publisher=ESPNcricinfo|accessdate=5 March 2009}}</ref><ref name="Gower42">Gower, pp. 42–43.</ref> ট্যাঙ্গানিকা [[স্বাধীনতা]] লাভ করলে তাদের পরিবার ইংল্যান্ডে ফিরে আসে। ছয় বছর বয়সে তিনি [[কেন্ট|কেন্টে]] চলে আসেন। সেখান থেকে তাদের [[পরিবার]] পুণরায় লাফবরায় স্থানান্তরিত হয়।<ref name="Gower42"/> গাওয়ার হকহার্স্ট এলাকার মার্লবরা হাউজ স্কুলে ৮ থেকে ১৩ বছর পর্যন্ত অধ্যয়ন করেন। পাশাপাশি অগ্রাধিকার [[ক্রীড়া|ক্রীড়ারূপে]] ক্রিকেটে নিয়মিতভাবে অংশ নেন।<ref name="Gower44">Gower, p. 44</ref>
 
== খেলোয়াড়ী জীবন ==