সেন্ট পিটার্সবার্গ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
সম্প্রসারণ
৩ নং লাইন:
রুশ সাহিত্য, অনানুষ্ঠানিক দলিল ও আলোচনায় ''সেইন্ট'' অংশটি সাধারণত বাদ দিয়ে শুধু '''পিটার্সবার্গ''' বলা হয়। রুশ কথ্য রীতি অনুসারে কখনো কখনো ''বার্গ'' অংশটিও বাদ দেয়া হয় এবং শুধুমাত্র '''পিটার''' বলে শহরটিকে ডাকা হয়।
 
রাশিয়ার সম্রাট জার [[মহান পিটার]] ১৭০৩ সালের ২৭ মে শহরটির প্রতিষ্ঠা করেন। ১৭১৩ সাল থেকে ১৭২৮ সাল এবং ১৭৩২ থেকে ১৯১৮ সাল পর্যন্ত সেইন্ট পিটার্সবার্গ রুশ সাম্রাজের রাজধানী ছিল। ১৯১৮ সালে কেন্দ্রীয় সরকার পিটার্সবার্গ থেকে [[মস্কো|মস্কোতে]] রাজধানী সরিয়ে নেন। এটি রাশিয়ার ২য় বৃহত্তম শহর। সেপ্টেম্বর ২০১২তে এর জনসংখ্যা ৫ মিলিয়ন ছাড়িয়ে যায়। এটি ইউরোপের একটি প্রধান সাংস্কৃতিক কেন্দ্র এবং বাল্টিক সাগরের তীরে একটি গুরুত্বপূর্ণ রুশ সমুদ্র বন্দর।
 
[[বিষয়শ্রেণী:রাশিয়ার বিশ্ব ঐতিহ্যবাহী স্থান]]