অন্তরক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
বিষয়শ্রেণী যোগ + ফিক্স
১ নং লাইন:
[[Image:Stripped wire.jpg|thumb|250px|[[তড়িৎ সুপরিবাহী]] [[তামা|তামার]] তারের বাইরে পলিইথিলিনের আবরন দিয়ে অন্তরিত করা হয়েছে]]
'''অন্তরক''' বা '''বিদ্যুত কুপরিবাহী''' পদার্থের মধ্য দিয়ে [[বিদ্যুৎ]] চলাচল করতে পারে না। এদের [[পরমাণু|পরমাণুর]] সর্ব বহিঃস্থ খোলকে অবস্থিত ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে অপারগ থাকায় বৈদ্যুতিক ক্ষেত্রের উপস্থিতিতে বহিস্থ প্রনোদনা দেয়া হলেও এদের মধ্য দিয়ে [[তড়িৎ প্রবাহ|তড়িৎ প্রবাহিত]] হতে পারে না। আদর্শ অন্তরক বাস্তবে পাওয়া না গেলেও কিছু পদার্থ যেমন [[কাঁচ]], শুকনো [[কাগজ]], [[টেফলন]], ইত্যাদির [[রোধ|বৈদ্যুতিক রোধ]] অনেক বেশীবেশি থাকায় এরা অন্তরক হিসেবে খুব ভালো কাজ করে। আবার কিছু পদার্থ যেমন [[প্লাস্টিক]] বা রাবারের ন্যায় পলিমারের রোধ তুলনামূলকভাবে কম হলেও এরা [[তড়িৎ পরিবাহী]] পদার্থের উপরে অন্তরক আবরনআবরণ হিসেবে ভালো কাজ করে। এই সবএসব পদার্থকে অল্প থেকে মাঝারি [[ভোল্ট|ভোল্টে]] (কয়েক হাজার ভোল্ট পর্যন্ত) অন্তরক হিসেবে নিরাপদে ব্যবহার করা যায়।
 
বৈদ্যুতিক যন্ত্রে অন্তরক বিপুল পরিমাণে ব্যবহৃত হয়। প্রধানত বিদ্যুৎ পরিবাহী তার বা অংশকে আলাদা রাখতে ও এদেরকে ধরে রাখতে অন্তরক ব্যবহৃত হয়। বিদ্যুৎ সঞ্চালন তারকে পোলের সাথে আটকে রাখতে অন্তরকের ব্যবহার অহরহ চোখে পড়ে।
 
==চিত্র==
[[File:Insulator railways.jpg|thumb|right|250px|রেলওয়েতে ব্যবহৃত অন্তরক]]
[[Image:Isolator-metal.svg|thumb|250px|কোন পদার্থ অন্তরক কিনা তা তার পরমাণুর ব্যান্ড ফাঁক (ব্যান্ড গ্যাপ)এবং পরিবাহী ইলেক্ট্রনে পরিনত হতে প্রয়োজনীয় শক্তির উপরে নির্ভর করে। সাধারনত অন্তরক পদার্থের ব্যান্ড গ্যাপ বেশী থাকে]]
[[Image:600V CV 5.5sqmm.jpg|thumb|right|250px|তামার তিন তারের বিদ্যুত পরিবাহী তার। প্রত্যেক তার আলাদা রংএর অন্তরক দ্বারা আবরিত এবং এরা সবাই আবার আলাদা একটি অন্তরক দ্বারা আবরিত]]
[[Image:MICCCable.jpg|thumb|250px|পিভিসি আবরন সম্বলিত মিনারেল ইনসুলেটেড তামার তার, দুই তার দ্বারা গঠিত]]
 
==তথ্যসূত্র==
{{reflist}}
 
[[বিষয়শ্রেণী:বিদ্যুৎ]]