টনি গ্রেগ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
লিমন২০১০ (আলোচনা | অবদান)
নতুন নিবন্ধ
 
Suvray (আলোচনা | অবদান)
দুঃখিত গ্রেগ!
৫ নং লাইন:
| fullname = অ্যান্থনি উইলিয়াম গ্রেগ
| birth_date = ৬ অক্টোবর ১৯৪৬
| birth_place = [[কুইন্সটাউন, পূর্ব কেপ | কুইন্সটাউন]], [[কেপ প্রদেশেরপ্রদেশ]], [[দক্ষিণ আফ্রিকা ইউনিয়ন|দক্ষিণ আফ্রিকা]]
| death_date = {{Death date and age|2012|12|29|1946|10|6|df=yes}}
| death_place = [[সিডনি]], [[নিউ সাউথ ওয়েলস]], [[অস্ট্রেলিয়া]]
১২ নং লাইন:
| heightinch = 6
| batting = ডান-হাতি
| bowling = ডান-হাতি [[মধ্যম গতির বোলিং |মাঝারি]] <br /> ডান-হাতি [[আফঅফ ব্রেক]]
| role = [[অলরাউন্ডার]]
| family = [[ইয়ান গ্রেগ]] (ভাই)<br/>[[নরমান কারি]] (ভগিনীপতি)
৩০ নং লাইন:
| lastodiyear = ১৯৭৭
| lastodiagainst = অস্ট্রেলিয়া
| club1 = [[বর্ডার ক্রিকেট দল | বর্ডার]]
| year1 = ১৯৬৫&ndash;১৯৭০
| club2 = [[সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব | সাসেক্স]]
| year2 = ১৯৬৬&ndash;১৯৭৮
| club3 = [[ইস্টার্ন প্রভিঞ্চপ্রভিন্স ক্রিকেট দল|ইস্টার্ন প্রভিঞ্চপ্রভিন্স]]
| year3= ১৯৭০&ndash;১৯৭২
| columns = 4
| column1 = [[টেস্ট ক্রিকেট | টেস্ট]]
| matches1 = ৫৮
| runs1 = ৩,৫৯৯
৯৪ নং লাইন:
}}
 
'''অ্যান্থনি উইলিয়াম "টনি" গ্রেগ''' ({{lang-en|Anthony William "Tony" Greig}}; [[৬ অক্টোবর]], [[১৯৪৬]]{{spaced ndash}}[[২৯ ডিসেম্বর]], [[২০১২]]) ছিলেন একজন ইংরেজ টেস্ট ক্রিকেটার যিনি পরেপরবর্তীকালে ক্রিকেটআন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে পরিচিতি পান।জন্মগ্রহণপান। জন্মগ্রহণ করেন [[দক্ষিণ আফ্রিকা|দক্ষিণ আফ্রিকায়]]য়, তারতাঁর বাবা [[স্কটল্যান্ড|স্কটল্যান্ডের]] বাসিন্দা হওয়ায় [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ডের]] জাতীয় ক্রিকেট দলে খেলার সুযোগ পান।
 
==ক্যারিয়ার==
টনি গ্রেগ ইংল্যান্ডের হয়ে ৫৮টি টেস্ট খেলেছেন। ক্রিকেট ক্যারিয়ারে টনি গ্রেগ একজন অলরাউন্ডার হিসেবেই পরিচিত ছিলেন। ব্যাট হাতে ৪০ গড়ে তিনি রান করেছেন ৩৫৯৯। বল হাতে ৩২ গড়ে তাঁর সংগ্রহ ১৪১টি উইকেট।১৪টিউইকেট। ১৪টি টেস্টে [[অধিনায়ক|অধিনায়কত্বও]] করেছেন ইংল্যান্ড দলের।<ref>http://www.espncricinfo.com/england/content/story/598930.html</ref>
 
== বিতর্কিত ভূমিকা ==
==নিষেধাজ্ঞা==
১৯৭৭ সালে অস্ট্রেলিয়ায় বিখ্যাত ক্যারি প্যাকার সিরিজে ইংলিশ ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞা অমান্য করে খেলার জন্য তিনি আজীবন ক্রিকেট থেকে বহিষ্কৃত হন।<ref>http://www.prothom-alo.com/detail/news/317154</ref>
 
== নিষেধাজ্ঞা পরবর্তী ==
[[ক্রিকেট]] ছেড়ে দেওয়ার পর তিনি [[অস্ট্রেলিয়া|অস্ট্রেলিয়ায়]] স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ধনকুবের [[ক্যারি প্যাকার|ক্যারি প্যাকারের]] প্রতিষ্ঠিত টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল নাইন’-এ তিনি ক্রিকেট ধারাভাষ্য শুরু করেন। আশির দশক থেকে শুরু মৃত্যুর আগ পর্যন্ত তিনি ক্রিকেট সম্প্রচারের ‘বিপ্লব’ চ্যানেল নাইনের ধারাভাষ্য[[ধারাভাষ্যকার]] দলের সদস্য ছিলেন। তিনি চ্যানেল নাইন ছাড়াও বিভিন্ন সম্প্রচার দলের হয়ে ক্রিকেট ধারাভাষ্যে নিয়োজিত ছিলেন। <ref>http://www.dailynayadiganta.com/new/?p=77184</ref>
 
== মৃত্যু ==
২০১২ মে মাসে তাঁর ফুসফুসে সমস্যা দেখা দেয়। প্রথমে সেটাকে ব্রংকাইটিসব্রঙ্কাইটিস হিসেবে শনাক্ত করা হলেও সেপ্টেম্বর-অক্টোবর মাসে [[চিকিত্সক|চিকিত্সকেরা]] নিশ্চিত হন যে তিনি ক্যানসারের[[ক্যান্সার|ক্যান্সারের]] সঙ্গেই বাস করছেন। এর পর থেকে শুরু হয় তাঁর চিকিত্সা। কিন্তু চিকিত্সায় তাঁর অবস্থার কোনো পরিবর্তন হয়নি।২৯হয়নি। ২৯ ডিসেম্বর ২০১২ , শনিবার সকালে অস্ট্রেলিয়ার সিডনিতে হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেন তিনি। <ref>[http://www.dailynayadiganta.com/new/?p=77184 ধারা ভাষ্যকার টনি গ্রেগ আর নেই]</ref><ref>[http://www.espncricinfo.com/england/content/story/598930.html Tony Greig dies aged 66]</ref> <ref>[http://www.prothom-alo.com/detail/news/317154 চলে গেলেন টনি গ্রেগ]</ref>
 
== তথ্যসূত্র ==
{{Reflist}}