লুই পাস্তুর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
EmausBot (আলোচনা | অবদান)
r2.7.2+) (বট যোগ করছে: ba:Луи Пастер
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ!
১১ নং লাইন:
death_place=[[মার্ন-লা-ককেত]], [[ওদ-সেন|৯২]], [[ফ্রান্স]]
}}
'''লুই পাস্তুর''' ({{lang-fr|Louis Pasteur ''লুই পাস্ত্যোর্‌''}}) ([[ডিসেম্বর ২৭]], [[১৮২২]] – [[সেপ্টেম্বর ২৮]], [[১৮৯৫]]) একজন [[ফ্রান্স|ফরাসি]] [[অণুজীববিজ্ঞান|অণুজীববিজ্ঞানী]] ও রসায়নবিদ।<ref>[http://www.eoas.info/biogs/P000693b.htm "Pasteur, Louis - Biographical entry - Encyclopedia of Australian Science". eoas.info. Retrieved 23 March 2010.]</ref> তিনিই প্রথম [[আবিষ্কার]] করেন যে অণুজীব [[অ্যালকোহল|অ্যালকোহলজাতীয়]]-জাতীয় পানীয়ের পচনের জন্য দায়ী। লুই পাস্তুর [[ফ্রান্স|ফ্রান্সের]] দোল শহরে জন্ম গ্রহণ করেনজীবাণুতত্ত্বআরবোয়াবিভিন্ন (Arbois)রোগ শহরেনির্মূলে বেড়েবিভিন্ন উঠেন।ধরণের তাঁরপ্রতিষেধক পিতাআবিষ্কার সেখানেকরে ট্যানারিতেস্মরণীয় চাকুরিহয়ে করতেন।রয়েছেন।
 
== প্রারম্ভিক জীবন ==
== শিক্ষা ==
লুই পাস্তুর ১৮২২ সালের ২৮ সেপ্টেম্বর [[ফ্রান্স|ফ্রান্সের]] জুরা প্রদেশের দোল শহরে জন্মগ্রহণ করেন ও আরবোয়া শহরে বেড়ে উঠেন।<ref>James J. Walsh (1913). "Louis Pasteur". Catholic Encyclopedia. New York: Robert Appleton Company. </ref> দরিদ্র পিতা সেখানকার একটি ট্যানারিতে চাকুরি করতেন। [[১৮৪৭]] সালে পাস্তুর ফ্রান্সের [[একোল]] থেকে [[পদার্থবিদ্যা]] ও [[রসায়ন|রসায়নে]] ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। সেখানে তিনি [[জৈব যৌগ|জৈব যৌগের]] [[আলোক সমাণুতা]] (Optical Isomerism) নিয়ে [[গবেষণা]] করেন। তিনি দেখান যে, আলো যখন জৈব যৌগের দ্রবনের ভেতর দিয়ে যায় তখন এর দিক পরিবর্তন ঘটে। তিনি প্রস্তাব করেন যে, একই জৈব যৌগ যাদের গঠন এক, তারা [[সমাণু]] (Isomer) হতে পারে যদি তারা একে -অপরের আলো প্রতিবিম্ব হয়।
 
১৮৪৮ সালে দিজোঁ লিসিতে সংক্ষিপ্ত সময়ের জন্য রসায়নের অধ্যাপক হিসেবে চাকুরী করেন। সেখানেই বিশ্ববিদ্যালয়ের রেক্টরের কন্যা [[মারি লরেন্ত|মারি লরেন্তের]] সাথে প্রণয়ে আবদ্ধ হন। ২৯ মে, ১৮৪৯ সালে তাঁরা বিবাহ-বন্ধনে আবদ্ধ হন। পাঁচ সন্তানের তিনটিই প্রাপ্তবয়স্ক হবার পূর্বেই [[টাইফয়েড]] রোগে মারা যায়। ব্যক্তিগতভাবে নির্মম এ ঘটনায় তিনি মুষড়ে না পড়ে এর প্রতিকারে মনোনিবেশ ঘটিয়েছিলেন।
 
== কর্মজীবন ==
তিনি গবেষণা কর্ম চালিয়ে যান এবং সেই সাথে [[দিজোঁ বিশ্ববিদ্যালয়|দিজোঁ]] ও [[স্ত্রাসবুর্গ বিশ্ববিদ্যালয়|স্ত্রাসবুর্গ বিশ্ববিদ্যালয়ে]] শিক্ষকতা শুরু করেন। [[১৮৫৪]] সালে পাস্তুর স্থানীয় এক বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের ডীন হিসেবে নিয়োগ লাভ করেন। তখন থেকেই তিনি স্থানীয় মদের কলগুলোতে (Brewery) [[গাঁজন]] (Fermentation) প্রক্রিয়া নিয়ে গবেষণা শুরু করেন। তিনি দেখান অ্যালকোহল উৎপাদন ইস্টের পরিমানের উপর নির্ভর করে। তিনি আরও প্রমাণ করেন মদের অম্লতা তাতে [[ব্যাক্টেরিয়া|ব্যাক্টেরিয়ার]] ক্রিয়ার জন্য ঘটে।
 
== গবেষণা ==
=== মদ শিল্প ===
[[মদ|মদের]] [[অম্লতা]] (Souring) ফ্রান্সের মদ ব্যবসাতে এক বিশাল সমস্যা ছিল। এর ফলে প্রতিবছর অনেক অর্থ গচ্চা যেত। পাস্তুর মদের স্বাদ ঠিক রেখে ব্যাক্টেরিয়া মুক্ত করার জন্য গবেষণা শুরু করেন। তিনি দেখেন মদকে গরম করলে ব্যাক্টেরিয়া মরে যায় এবং মদের কোন পরিবর্তন হয় না। পাস্তুর একই পদ্ধতি দুধের ক্ষেত্রেও প্রয়োগ করেন এবং ভাল ফল পান। পাস্তুরের এই পদ্ধতি বিশ্ব ব্যাপিবিশ্বব্যাপী এখন ব্যবহৃত হচ্ছে। তার নামানুসারে এই পদ্ধতিকে [[পাস্তুরায়ন]] ([[:en:Pasteurization|Pasteurization]])বলানামে নামাঙ্কিত করা হয়।
 
=== জীবনের উৎপত্তি ===
পাস্তুর এখন মদে ব্যক্টেরিয়ার উৎস নিয়ে গবেষণা শুরু করেন। তৎকালীন সময়ে অনেকে ধারণা করতেন ব্যাক্টেরিয়া নির্জীব বস্তু থেকে আপনা আপনি সৃষ্টি হয়। এর বিপক্ষেও অনেকে বিজ্ঞানী ছিলেন। গ্রিক [[দার্শনিক]] [[এরিস্টটল|এরিস্টটলের]] সময় থেকেই এই [[বিতর্ক]] ছিল, কিন্তু কোন বিজ্ঞান সম্মতবিজ্ঞানসম্মত উত্তর ছিল না। পাস্তুর পরীক্ষার মাধ্যমে দেখান, নির্জীব বস্তু থেকে ব্যাক্টেরিয়া বা কোন রকম জীবনের সূত্রপাত হতে পারে না। তিনি প্রমানপ্রমাণ করেন, মদে বাতাস ও অন্যান্য মাধ্যম থেকে ব্যাক্টেরিয়া আসে।
 
=== রেশম শিল্প ===
[[১৮৬৫]] সালে ফ্রান্স সরকার পাস্তুরকে ফ্রান্স [[রেশম শিল্প|রেশম শিল্পের]] সমস্যা সমাধানে আহ্ববানআহ্বান জানায়। এক [[মহামারী|মহামারীতে]] [[রেশম পোকা|রেশম পোকার]] উৎপাদন হ্রাস পেয়েছিল। পাস্তুর দেখেন রেশম পোকার এই সমস্যা বংশগত এবং মায়ের থেকে পরবর্তিপরবর্তী প্রজন্মে সংক্রামিত হতে পারে। তিনি প্রস্তাব করেন কেবলমাত্র রোগ মুক্ত গুটি বাছাই করার মাধ্যমেই রেশম শিল্পকে বাচানোবাঁচানো সম্ভব।
 
=== জীবানু তত্ত্ব ===
পাস্তুর দেখান কিছু রোগ [[অণুজীব]] দ্বারা সংঘটিত হতে পারে, যারা পানি ও বাতাসের মাধ্যমে ছড়ায়। তিনি তার জীবাণু তত্ত্বে দেখান যে অণুজীব বৃহদাকার জীবকে আক্রমণ করে রোগ সংঘটিত করতে পারে।
 
=== বিভিন্ন রোগের ভ্যাক্সিন আবিস্কার ===
==== অ্যান্থ্রাক্স ====
পাস্তুর প্রথম [[অ্যান্থ্রাক্স]] এর [[ভ্যাক্সিন]] আবিস্কার করেন। তিনি গবেষণার মাধ্যমে বুঝতে পারেন গৃহপালিত পশুতে অ্যান্থ্রাক্স ব্যাসিলি (''Bacillus anthrasis'')-এর আক্রমণেই অ্যান্থ্রাক্স হয়। তিনি রোগ সৃষ্টিতে অক্ষম অ্যান্থ্রাক্স ব্যাসিলি [[ভেড়া|ভেড়ায়]] [[ইনজেকসন|ইনজেকসনের]] মাধ্যমে প্রবেশ করান এবং দেখেন পরবর্তিতেপরবর্তীতে এগুলো আর রোগ সৃষ্টিতে সক্ষম ব্যাসিলি দিয়ে আক্রান্ত হয় না।
 
==== জলাতঙ্ক ====
অ্যান্থ্রাক্স প্রতিরোধক আবিস্কারের পর পাস্তুর অন্যান্য রোগের প্রতিরোধের জন্য গবেষণা শুরু করেন। তিনি [[জলাতঙ্ক]] নিয়ে কাজ করে দেখেন এটি নার্ভাস সিস্টেমের একটি [[রোগ]] এবং আক্রান্ত পশুর [[স্পাইনাল কর্ড|স্পাইনাল কর্ডের]] নির্যাস দ্বারা অন্য প্রাণিকে জলাতঙ্কে আক্রান্ত করা যায়। এই পদ্ধতিতে তিনি রোগ প্রতিরোধে অক্ষম [[র‌্যাবিস ভাইরাস]] উৎপাদন করেন, যা জলাতঙ্কের ভ্যাক্সিন হিসেবে ব্যবহার করা সম্ভব। [[১৮৮৫]] সালে পাস্তুর প্রথম এক শিশু বালকের উপর এই ভ্যাক্সিন প্রয়োগ করেন। ছেলেটি জলাতঙ্ক আক্রান্ত কুকুর কামড়িয়েছিল, তার পরতারপর ছেলেটির মা তাকে পাস্তুরের গবেষণাগারে নিয়ে আসেন। পাস্তুর ছেলেটিকে ভ্যাক্সিন প্রদান করেন এবং ছেলেটি ভাল হয়ে উঠে।
 
== মৃত্যু ==
র‌্যাবিস ভ্যাক্সিন আবিস্কারের পরে ফ্রান্স সরকার [[পাস্তুর ইনস্টিটিউট]] ([[:en:Pasteur Institute|Pasteur Institute]])স্থাপন করেন। এই ইনস্টিটিউটের পরিচালক থাকাকালীন [[১৮৯৫]] সালে লুই পাস্তুর মৃত্যু বরণমৃত্যুবরণ করেন। <ref>http://www.freeinfosociety.com/site.php?postnum=69</ref>
 
== বহিঃসংযোগ ==
 
== সূত্র ==
{{Reflist}}
 
== বহিঃসংযোগ ==
* [http://www.freeinfosociety.com/site.php?postnum=69 Free Info Society]