বিশ্ব পর্যটন সংস্থা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ZéroBot (আলোচনা | অবদান)
r2.7.1) (বট যোগ করছে: lv:Pasaules Tūrisma organizācija
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ!
১ নং লাইন:
{{তথ্যছক জাতিসংঘ
| name = বিশ্ব পর্যটন সংস্থা
| image = OrganizaciónMundialdelTurismoLogo_of_the_World_Tourism_Organization.JPGjpg
| image size = 150px
| caption = স্পেনের মাদ্রিদে অবস্থিত বিশ্ব পর্যটন সংস্থার সদরপ্রাতিষ্ঠানিক দফতরলোগো
| type = সংস্থা
| acronyms = ইউএনডব্লিউটিও
| head = [[তালেব রিফাই]]
| status = সক্রিয়
| established = ১৯৭৪
১৪ নং লাইন:
}}
 
'''বিশ্ব পর্যটন সংস্থা''' বা '''ইউএনডব্লিউটিও''' ({{lang-en|World Tourism Organization}}) [[স্পেন|স্পেনের]] [[মাদ্রিদ|মাদ্রিদে]] অবস্থিত [[জাতিসংঘ|জাতিসংঘের]] [[জাতিসংঘের বিশেষায়িত সংস্থা|বিশেষায়িত সংস্থা]] হিসেবে বিবেচিত। [[পর্যটন শিল্প|পর্যটন শিল্পকে]] ঘিরেই এ সংস্থার উৎপত্তি হয়েছে। সংস্থাটি [[বিশ্ব পর্যটন র‌্যাংকিংর‌্যাঙ্কিং]] করে থাকে।<ref>[http://unwto.org/facts/eng/barometer.htm UNWTO World Tourism Barometer]</ref> আন্তর্জাতিক পর্যটনের যাবতীয় [[তথ্য]] সংগ্রহ এবং [[পরিসংখ্যান|পরিসংখ্যানগত]] তথ্য বিতরণের লক্ষ্যে বিশ্ব পর্যটন সংস্থা পর্যটন শিল্পের প্রধান কেন্দ্রস্থল হিসেবে আসীন রয়েছে। [[বিশ্ব|বিশ্বের]] অধিকাংশ [[দেশ|দেশের]] রাষ্ট্রায়ত্ত খাতের পর্যটন সংস্থা থেকে প্রকাশিত তথ্য থেকে পর্যটনের নিম্নমূখী এবং ঊর্ধ্বমূখীতা যাচাইয়ান্তে বৈশ্বিক মানদণ্ড প্রণয়ন করে। এটি [[জাতিসংঘ উন্নয়ন গ্রুপ|জাতিসংঘ উন্নয়ন গ্রুপের]] সদস্য।<ref>[http://www.undg.org/index.cfm?P=13 UNDG.org]</ref>
 
== ইতিহাস ==
[[File:UNWTO.svg|thumb|right|250px|[[বিশ্ব পর্যটন সংস্থা]] কর্তৃক নির্ধারিত বিশ্বের ৬টি পর্যটন অঞ্চল]]
[[২য় বিশ্বযুদ্ধ|২য় বিশ্বযুদ্ধের]] পরিসমাপ্তির পর বিভিন্ন ধরনের [[অর্থনীতি|অর্থনৈতিক]] কর্মকাণ্ডের সম্প্রসারণের ফলশ্রুতিতে বিশ্বব্যাপী পর্যটন ব্যবসার প্রসার ঘটে। এ অবস্থায় পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ ও ভোক্তা শ্রেণীর সমন্বয়ে গড়ে ওঠে [[আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক সংস্থা]] বা [[আইইউওটিও]]। এ সংস্থাটি বিশ্বব্যাপী পর্যটন ব্যবস্থার উন্নয়ন ও প্রসারের মাধ্যমে বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজস্ব আয়ে বিশেষ অবদান রাখার প্রেক্ষিতে পরবর্তীকালে জাতিসংঘের একটি বিশেষায়িত প্রতিষ্ঠানরূপে যুক্ত হয়। সংস্থাটির কার্যক্রম আরো জোরদার করার লক্ষ্যে জাতিসংঘের বাৎসরিক সম্মেলনের সময় এই সংস্থার সদস্যভূক্ত দেশগুলো বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা-পর্যালোচনার মাধ্যমে করণীয় ঠিক করার মাধ্যমে বিশেষ অবদান রেখে যাচ্ছিল।
 
১৯৭০ সালের ২৭ সেপ্টেম্বর তারিখে সংস্থাটির বার্ষিক সম্মেলনে এর নাম, লক্ষ্য, উদ্দেশ্য পুণঃমূল্যায়ণ ও নির্ধারণ করা হয় এবং তখন থেকে এটি "বিশ্ব পর্যটন সংস্থা" নামে চিহ্নিত করার বিষয়ে সদস্যদের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়, যার কার্যক্রম নতুন নামে ১৯৭৪ সাল থেকে শুরু হয়। ১৯৮০ সালের বার্ষিক সম্মেলনে, এই সংস্থার গঠনের দিবসে অর্থাৎ ২৭ সেপ্টেম্বর তারিখে বিশ্বব্যাপী [[বিশ্ব পর্যটন দিবস|পর্যটন দিবস]] পালনের বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে [[১৯৯৭]] সালে [[তুরস্ক|তুরস্কে]] অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে এতে একটি স্বাগতিক দেশ নির্বাচনের মাধ্যমে ''বিশ্ব পর্যটন দিবস'' পালনের কার্যক্রমে আরো গতিশীলতা আনয়ণের পক্ষে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়।
 
== আঞ্চলিক সংস্থা ==
[[চিত্র:OrganizaciónMundialdelTurismo.JPG|250px|thumb|[[স্পেন|স্পেনের]] [[মাদ্রিদ|মাদ্রিদে]] অবস্থিত বিশ্ব পর্যটন সংস্থার সদর দফতর]]
[[File:UNWTO.svg|thumb|right|250px|[[বিশ্ব পর্যটন সংস্থা]] কর্তৃক নির্ধারিত বিশ্বের ৬টি পর্যটন অঞ্চল]]
পর্যটন সংশ্লিষ্ট কর্মকাণ্ডকে যথাযথ ও সুচারুভাবে সম্পাদনের লক্ষ্যে ''বিশ্ব পর্যটন সংস্থা'' বিশ্বকে ৬টি অঞ্চলে বিভক্তির মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে:
* আফ্রিকা অঞ্চল
২৯ ⟶ ৩০ নং লাইন:
* মধ্যপ্রাচ্য অঞ্চল
* প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং
* দক্ষিণ এশিয়এশীয় অঞ্চল।
 
== সদর দফতর ==
বিশ্ব পর্যটন সংস্থার [[সদর দফতর]] [[স্পেন|স্পেনের]] [[মাদ্রিদ|মাদ্রিদে]] অবস্থিত। সংস্থায় দাপ্তরিক কাজের সুবিধার্থে [[আরবী]], [[ইংরেজি]], [[ফরাসীফরাসি]], [[রুশ]] এবং [[স্প্যানিশ]] [[ভাষা]] ব্যবহৃত হয়ে থাকে। বিশ্ব পর্যটন সংস্থায় ১৫৫টি দেশ, ৭টি অঙ্গরাজ্য এবং চার শতাধিক সহযোগী সদস্য রয়েছে। সহযোগী সদস্যদের মধ্যে রয়েছে - বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন সংস্থা এবং স্থানীয় পর্যটন কর্তৃপক্ষ।
 
[[সচিবালয়|সচিবালয়ের]] নেতৃত্বে রয়েছেন একজন [[মহাসচিব]]।মহাসচিব। [[জর্দান|জর্দানের]] [[নাগরিক]] [[তালেব রিফাই]] ২০১০ সাল থেকে বর্তমান মহাসচিবের দায়িত্ব পালন করছেন। তাঁকে সহযোগিতা করছেন ১১০ জন পূর্ণকালীন কর্মকর্তা-কর্মচারী। এছাড়াও, তাঁর অধীনস্থ হিসেবে রয়েছেন একজন উপ-মহাসচিব। কর্মকর্তাগণ সদস্যসংস্থা সদস্যভূক্ত দেশগুলোর চাহিদা মোতাবেক পর্যটনবিষয়ক রূপরেখা ও কার্যপদ্ধতি প্রণয়ন করে থাকেন। সহযোগী সদস্যগণ মাদ্রিদভিত্তিক সংস্থাটির পূর্ণকালীন নির্বাহী পরিচালকদের সহায়তা লাভ করেন। সচিবালয় থেকে [[জাপান]] সরকারের অর্থায়ণে [[ওসাকা|ওসাকায়]] অবস্থিত আঞ্চলিক সহায়তা কেন্দ্র সরাসরি নিয়ন্ত্রিত হয়।<ref>[http://www.unwto.org/aboutwto/how/en/how.php?op=4 UNWTO.org]</ref>
 
== মহাসচিব ==
৬৯ ⟶ ৭০ নং লাইন:
 
== বাংলাদেশের পর্যটন সংস্থা ==
{{মূল নিবন্ধ|বাংলাদেশ পর্যটন সংস্থা}}
 
১৯৭১ সালে [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ|স্বাধীনতা]] অর্জনের পর [[বাংলাদেশ|বাংলাদেশের]] যোগাযোগ ও পর্যটন খাত [[অর্থ মন্ত্রণালয়|অর্থ মন্ত্রণালয়ের]] অধীনে ছিল। আগস্ট, ১৯৭৫ সালে পৃথক একটি মন্ত্রণালয় হিসেবে [[বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়]] সৃষ্টি করা হয়। জানুয়ারি, ১৯৭৬ সালে এটি পুণরায় [[যোগাযোগ মন্ত্রণালয়|যোগাযোগ মন্ত্রণালয়ের]] বিভাগে পরিণত হয়। ডিসেম্বর, ১৯৭৭ সালে পৃথকভাবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় খোলা হয়। ২৪ মার্চ, ১৯৮২ সালে এ [[মন্ত্রণালয়|মন্ত্রণালয়কে]] বিলুপ্ত করে [[প্রতিরক্ষা মন্ত্রণালয়|প্রতিরক্ষা মন্ত্রণালয়ের]] অধীনে ন্যাস্ত করা হয়। এরপর ১৯৮৬ সাল থেকে উক্ত মন্ত্রণালয়কে পুণঃপ্রতিষ্ঠা অদ্যাবধি তাদের কার্যক্রম চালাচ্ছে।<ref>[http://www.mocat.gov.bd/ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট, সংগ্রহঃ ৩১ মে, ২০১২ইং]</ref>
 
৭৫ ⟶ ৭৮ নং লাইন:
 
== আরও দেখুন ==
* [[পর্যটন]]
* [[পর্যটন শিল্প]]
* [[বিশ্ব পর্যটন দিবস]]
৯৪ ⟶ ৯৬ নং লাইন:
*{{URL|unwto.org}}
 
{{টেমপ্লেট:জাতিসংঘ}}
{{টেমপ্লেট:পর্যটন}}
 
[[বিষয়শ্রেণী:বিশ্ব পর্যটন সংস্থা|*]]