আবু তাহের মোহাম্মদ হায়দার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Hasive (আলোচনা | অবদান)
Hasive (আলোচনা | অবদান)
ছোট সম্পাদনা+উইকিফাই
২৫ নং লাইন:
| weight =
}}
'''লেফট্যানেন্ট কর্নেল আবু তাহের মোহাম্মদ হায়দার'''' (এ টি এম হায়দার) (জন্ম:[[১২ জানুয়ারি]], [[১৯৪২]] - মৃত্যু: [[৭ই নভেম্বর]], [[১৯৭৫]])(লে. কর্নেল এ. টি. এম. হায়দার নামেই সমধিক পরিচিত) ছিলেন একজন [[বাংলাদেশি]] মুক্তিযোদ্ধা, যিনি প্রথমে দুই নং সেক্টরের সহ-অধিনায়ক ও পরে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। একজন গেরিলা কমান্ডার হিসাবে [[বাংলাদেশের মুক্তিযুদ্ধ|বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে]] অভূতপূর্ব অবদান রাখার জন্য তিনি [[বীর উত্তম]] খেতাবে ভূষিত হন।<ref>[http://www.amardeshonline.com/pages/details/2009/12/16/9655 দৈনিক আমার দেশ]</ref>
 
== ব্যক্তিগত জীবন ==
৩২ নং লাইন:
 
== সামরিক জীবন ==
[[১৯৬৫]] সালে [[পাকিস্তান]] সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। হায়দার পাকিস্তান মিলিটারি একাডেমী কাকুলে ট্রেনিং করেন এবং কমিশন প্রাপ্তির পর গোলন্দাজ বাহিনীর অফিসার হিসাবে নিয়োজিত থাকেন। পরে তিনি চেরাটে S.S.G. (Special service group) ট্রেনিং-এ কৃতিত্বের সাথে উর্ত্তীর্ণ হন। উল্লেখ্য, চেরাটের এই ট্রেনিংটি ছিল মূলত গেরিলা ট্রেনিং। এখানে ৩৬০ জন অফিসারের মধ্যে বাঙালি ছিলেন মাত্র দুইজন। ট্রেনিং শেষ করার পর মুলতান ক্যাণ্টনমেন্টে তাঁর প্রথম পোস্টিং হয় এবং ১৯৬৯ সাল পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করেন। তৃতীয় কমান্ডো ব্যাটালিয়নের একজন ক্যাপ্টেন হিসাবে ১৯৬৯ সালের শেষে অথবা ১৯৭০ সালের প্রথম দিকে এ. টি.এম হায়দারকে কুমিল্লা সেনানিবাসে নিয়োগ দেয়া হয়। ১৯৭১ সালের জানুয়ারি মাসে তাঁকে পুনরায় বদলি করে ঢাকায় নিয়ে আসা হয় এবং ১৫/২০ দিন পর তাঁকে আবার কুমিল্লায় নিয়োগ দেয়া হয়
 
=== মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ===