সিহাহ সিত্তাহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ashiq Shawon (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
(কোনও পার্থক্য নেই)

১৮:৪২, ১৮ ডিসেম্বর ২০১২ তারিখে সংশোধিত সংস্করণ

হাদীসের প্রধান ছয়টি গ্রন্থকে একত্রিতভাবে সিহাহ সিত্তাহ (আরবি: الكتب السته; Al-Kutub Al-Sittah) বলা হয়ে থাকে, যার অর্থ "নির্ভুল" বা "নির্ভরযোগ্য"। এই গ্রন্থগুলো ইসলাম ধর্মের প্রচারক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ-এর মৃত্যুর ২০০ বছর পর সংগৃহীত হয়েছে ছয়জন সংগ্রহকারীর দ্বারা।

গ্রন্থসমূহ

সুন্নি দর্শন মতে সিহাহ সিত্তাহ-এর অন্তর্ভূক্ত গ্রন্থগুলো ধর্মীয় কারণে খুবই গুরুত্বপূর্ণ। নির্ভরযোগ্যতার বিচারে এগুলোর ধারাবাহিকতা হলো:[১]

  1. সহীহ বুখারী, সংগ্রহকঃ ইমাম বুখারী (মৃ. ৮৭০), অন্তর্ভূক্তি সংখ্যাঃ ৭২৭৫ টি হাদীস
  2. সহীহ মুসলিম, সংগ্রহকঃ ইমাম মুসলিম (মৃ. ৮৭৫), অন্তর্ভূক্তি সংখ্যাঃ ৯২০০ টি হাদীস
  3. সুনান-এ-আল-সুগরা, সংগ্রহকঃ ইমাম নাসায়ী (মৃ. ৯১৫)
  4. সুনান-এ-আবু দাউদ, সংগ্রহকঃ ইমাম আবু দাউদ (মৃ. ৮৮৮)
  5. জামি আল-তিরমিজি, সংগ্রহকঃ ইমাম আল-তিরমিজি (মৃ. ৮৯২)
  6. সুনান-এ-ইবনে মাজাহ, সংগ্রহকঃ ইমাম ইবনে মাজাহ (মৃ. ৮৮৭)

প্রথম দুটি গ্রন্থকে তাদের নির্ভরযোগ্যতার জন্য "সহীহ গ্রন্থ" বলে নির্দেশ করা হয়।[২]


সংগ্রহকবৃন্দ

ক্যামব্রিজ হিস্টোরী অফ ইরান" (Cambridge History of Iran) অনুসারে:[৩] সুন্নি হাদীস সংকলন কারী সকল সংগ্রহকই ছিলেন ইরানের অধিবাসী। তাঁরা হলেন:


তথ্যসূত্র

  1. "Various Issues About Hadiths"। Abc.se। সংগ্রহের তারিখ ২০১০-০৬-২৬ 
  2. al-Nukat 'Ala Kitab ibn al-Salah, by Ibn Hajar al-'Asqalani, vol. 1, pg. 153, Maktabah al-Furqan, Ajman, U.A.E., second edition, 2003.
  3. S. H. Nasr(1975), “The religious sciences”, in R.N. Frye, the Cambridge History of Iran, Cambridge University Press