ফজলুল হক আমিনী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Hasive (আলোচনা | অবদান)
Added {{condense}} tag to article (TW)
সম্মানিত ব্যক্তির সম্মানটুকু পাওয়া উচিত (তাঁর রাজনীতির বিবেচনা আমরা করতে যাবো না)
১৬ নং লাইন:
}}
 
'''মুফতি ফজলুল হক আমিনী''' (১৯৪৫-২০১২) [[বাংলাদেশের|বাংলাদেশ]] ইতিহাসে একজন ইসলামী চিন্তাবিদ, ইসলামী আইনজ্ঞ (''মুফতি''), ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
 
==পারিবারিক জীবন==
পরিবারে তাঁর এক স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রয়েছেন। এছাড়া তিনি মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুরের জামাতা।<ref name="pa">''[http://www.prothom-alo.com/detail/date/2012-12-12/news/312664 মুফতি ফজলুল হক আমিনীর ইন্তেকাল]'', নিজস্ব প্রতিবেদক, দৈনিক প্রথম আলো, ঢাকা থেকে প্রকাশিত; প্রকাশকাল: ১২ ডিসেম্বর ২০১২ খ্রিস্টাব্দ। পরিদর্শনের তারিখ: ১৪ ডিসেম্বর ২০১২ খ্রিস্টাব্দ।</ref>
 
==শিক্ষকতা জীবন==
তিনি একজন ধর্মীয় চিন্তাবিদ হিসেবে যথেষ্ট সুনাম কুড়িয়েছিলেন এবং তাঁর এই জ্ঞান তিনি শিক্ষকতার মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন ঢাকার ''জামিয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসা''য়<ref name="pa"/>।
 
==রাজনৈতিক জীবন==
ব্যক্তিগত জীবনে একজন ইসলামী প্রাজ্ঞ চিন্তাবিদ হলেও তিনি ছিলেন রাজনৈতিক দল [[ইসলামী ঐক্যজোট|ইসলামী ঐক্যজোটের]] চেয়ারম্যান। আশির দশকে ধর্মভিত্তিক রাজনৈতিক দল [[খেলাফত আন্দোলন|খেলাফত আন্দোলনের]] মাধ্যমে রাজনীতিতে পদার্পণ করেন তিনি। ২০০১ খ্রিস্টাব্দের জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন। এছাড়া আমিনী ধর্মভিত্তিক একাধিক দলের মোর্চার সংগঠন ''ইসলামী আইন বাস্তবায়ন কমিটি''র আমির (প্রধান) হিসেবে মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।<ref name="pa"/>
 
==মৃত্যু==
২০১২ খ্রিস্টাব্দের ১১ ডিসেম্বর ঢাকায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। মুত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। পরদিন ১২ ডিসেম্বর মৃতের জানাযার নামায অনুষ্ঠিত হয় ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে, আর তাতে অংশগ্রহণ করেন অগণিত ধর্মপ্রাণ মুসলমান। জানাযা শেষে তাঁর দাফন সম্পন্ন হয় তাঁরই শিক্ষাদানক্ষেত্র ''জামিয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসা''র শাহী মসজিদের কবরস্থানে।<ref name="pa"/>
 
==তথ্যসূত্র==
{{reflist}}
 
{{অসম্পূর্ণ}}
 
[[বিষয়শ্রেণী:ইসলামী চিন্তাবিদ]]
[[বিষয়শ্রেণী:ইসলামী আইনজ্ঞ]]
[[বিষয়শ্রেণী:রাজনৈতিক ব্যক্তিত্ব]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশের রাজনীতিবিদ]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশের সাংসদ]]