রবিশঙ্কর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
EmausBot (আলোচনা | অবদান)
r2.7.3) (বট যোগ করছে: ar:رافي شانكار
কিছু সম্পাদনা
২০ নং লাইন:
}}
 
পণ্ডিত '''রবি শংকর''' ([[জন্ম]]: [[এপ্রিল ৭|৭ই এপ্রিল]], [[১৯২০]], [[বেনারস]], [[উত্তর প্রদেশ]], [[ভারত]] - [[মৃত্যু]]: [[১১ ডিসেম্বর|১১ই ডিসেম্বর]], [[২০১২]], [[স্যান ডিয়াগো]], [[ক্যালিফোর্নিয়া]], [[মার্কিন যুক্তরাষ্ট্র]]) একজন ভারতীয় [[বাঙালি জাতি|বাঙালি]] সঙ্গীতজ্ঞ যিনি [[সেতার|সেতারবাদনে]] কিংবদন্তীতুল্য শ্রেষ্ঠত্বের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। [[ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত|ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের]] [[মাইহার ঘরানা|মাইহার ঘরানার]] স্রষ্টা [[আলাউদ্দীন খান|আচার্য আলাউদ্দীন খান সাহেবের]] শিষ্য রবি শংকর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য এবং ভারতীয় সঙ্গীতকে ১৯৬০-এর দশকে পাশ্চাত্য বিশ্বের কাছে প্রথম তুলে ধরেন। তাঁর সাঙ্গীতিক কর্মজীবনের পরিব্যাপ্তি ছয় দশক জুড়ে;- ২০১২ খ্রিষ্টাব্দে মৃত্যুকালে বর্তমানে রবি শংকর দীর্ঘতম আন্তর্জাতিক কর্মজীবনের জন্য [http://www.guinnessworldrecords.com/index/records.asp?id=39&pg=1 গিনেস রেকর্ডের] অধিকারী। তাঁর পূর্ণ নাম রবীন্দ্রঅধিকারী শঙ্করছিলেন। চৌধুরী।
 
== ছেলেবেলা ==
রবীন্দ্ররবি শংকরের (ডাকপূর্ণ নাম '''রবীন্দ্র শঙ্কর চৌধুরী''', ঘরোয়া নাম 'রবু)'। আদি পৈত্রিক বাড়ি [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[নড়াইল জেলা]]র [[কালিয়া উপজেলা|কালিয়া উপজেলায়]] হলেও তাঁর জন্ম হয় ভারতের উত্তরপ্রদেশের শহর [[বারাণসী]] শহরে। সেখানেই বড় হয়েছেন তিনি। রবি শংকর ছিলেন চার ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। তাঁর বাবা শ্যাম শংকর চৌধুরী ছিলেন একজন প্রথিতযশা জ্ঞানীবুদ্ধিজীবি, রাজনীতিবিদ এবং আইনজ্ঞ। কিন্তু তাঁররবি শংকরের প্রায় পুরোটাপুরো ছেলেবেলাটাই বাবার অনুপস্থিতিতে কেটেঅবর্তমানে যায়।কাটে। ফলেবস্তুত একরকম দারিদ্রতারদারিদ্রের মধ্যেই রবি শংকরের মা হেমাঙ্গিনী তাঁকে বড় করেন। বড় ভাই [[উদয় শংকর]] ছিলেন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী। ঐ সময়টায় তিনি ছিলেন [[প্যারিস|প্যারিসে]]। রবি শংকর [[১৯৩০]]-এ মায়ের সাথে প্যারিসে বড় ভাইয়ের কাছে যান এবং সেখানেই আট বছর স্কুলে শিক্ষা গ্রহণ করেন। বার বছর বয়স থেকেই রবি শংকর বড় ভাইয়ের নাঁচেরনাচের দলের একক নৃত্যশিল্পী ও সেতার বাদক। ঐ বয়স থেকেই তিনি অনুষ্ঠান করে বেড়িয়েছেন [[ভারত]] ও [[ইউরোপ|ইউরোপের]] বিভিন্ন শহরে।
 
== পারিবারিক জীবন ==
৬০ নং লাইন:
পণ্ডিত রবি শংকরের অমর কীর্তি হচ্ছে পাশ্চাত্য ও প্রতীচ্যের সঙ্গীতের মিলন। পাশ্চাত্য সঙ্গীতের বিখ্যাত [[বেহালা|বেহালাবাদক]] [[ইহুদী মেনুহিন|ইহুদী মেনুহিনের]] সঙ্গে সেতার-বেহালার কম্পোজিশন তাঁর এক অমর সৃষ্টি যা তাঁকে আন্তর্জাতিক সঙ্গীতের এক উচ্চ আসনে বসিয়েছে। তিনি আরো একটি বিখ্যাত সঙ্গীত কম্পোজিশন করেছেন বিখ্যাত [[বাঁশী|বাঁশীবাদক]] [[জ্যঁ পিয়েরে রামপাল]], জাপানী বাঁশীর [[:en:Shakuhachi|সাকুহাচি]] গুরু [[হোসান ইয়ামামাটো]] এবং [[:en:Koto (instrument)| কোটো]] (ঐতিহ্যবাহী জাপানী তারযন্ত্র) গুরু [[মুসুমি মিয়াশিতা|মুসুমি মিয়াশিতার]] জন্য। [[১৯৯০]] সালে বিখ্যাত সঙ্গীতজ্ঞ [[ফিলিপ গ্রাস|ফিলিপ গ্রাসের]] সঙ্গে যৌথ প্রযোজনা '''''প্যাসেজেস''''' তাঁর একটি উল্লেখযোগ্য সৃষ্টি। [[২০০৪]] সালে পণ্ডিত রবি শংকর ফিলিপ গ্রাসের '''''ওরিয়ন''''' প্রযোজনার সেতার অংশের সঙ্গীত রচনা করেন।
 
== জীবনাবসান ==
== দেহাবসান ==
২০১২ খ্রিস্টাব্দের ১১ই ডিসেম্বর মঙ্গলবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। কয়েক বৎসর যাবৎ তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। ক্রমশ: তিনি বেশ দুর্বল হয়ে পড়েছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বৃহস্পতিবার তাঁর হৃৎপিণ্ডের ভাল্ব পরবির্তন করা হয়। শল্যচিকিৎসার এই ধাক্কা তার দুর্বল শরীর সহ্য করতে পারেনি। কয়েক সপ্তাহ আগে নভেম্বরের ৪ তারিখে তিনি ক্যালিফর্নিয়াতে শ্রোতাসাধারণের জন্য সর্বশেষ বাদন উপহার দেন।
<ref>[http://timesofindia.indiatimes.com/india/Pandit-Ravi-Shankar-sitar-maestro-passes-away-in-California/articleshow/17581097.cms Pandit Ravi Shankar, sitar maestro, passes away in California]</ref>