ধামাইল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ashiq Shawon (আলোচনা | অবদান)
Ashiq Shawon (আলোচনা | অবদান)
১৫ নং লাইন:
 
==একটি জনপ্রিয় ধামাইল গান==
প্রাণ সখিরে
ঐ শোন কদম্বতলে বংশিবাঁশি বাজায় কে।
বংশিবাঁশি বাজায় কে রে সখি, বংশিবাঁশি বাজায় কে ॥
এগো নাম ধরিয়া বাজায় বাঁশি, তারে আনিয়া দে।
অষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি, মধ্যে মধ্যে ছেদা
তারে আনিয়া দে।
নাম ধরিয়া বাজায় বাঁশি, কলঙ্কিনী রাধা ॥
অষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি
কোন বা ঝাড়ের বাঁশের বাঁশি, ঝাড়ের লাগাল পাই।
মধ্যে মধ্যে ছেদা
জড়ে পেড়ে উগরাইয়া, সায়রে ভাসাই ॥
নাম ধরিয়া বাজায় বাঁশি
ভাইবে রাধারমণ বলে, শুন গো ধনি রাই।
কলঙ্কিনী রাধা ॥
জলে গেলে হবে দেখা, ঠাকুর কানাই ॥
কোন বা ঝাড়ের বাঁশের বাঁশি
ঝাড়ের লাগাল পাই।
জড়ে পেড়ে উগরাইয়া
সায়রে ভাসাই ॥
ভাইবে রাধারমণ বলে
শুন গো ধনি রাই।
জলে গেলে হবে দেখা
ঠাকুর কানাই ॥”
 
==আরও জানতে==