সৈয়দ মুহাম্মদ ইসহাক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ashiq Shawon (আলোচনা | অবদান)
রি-ডাইরেক্ট করা হলো
 
Ashiq Shawon (আলোচনা | অবদান)
রি-ডাইরেক্ট করা হলো
১ নং লাইন:
#REDIRECT [[মাওলানা সাইয়েদ মুহাম্মদ ইসহাক (রহ.)]]
'''পীর সাহেব চরমোনাই'' নামে পরিচিত মাওলানা '''সাইয়েদ মুহাম্মদ ইসহাক''' রাহ. (আরবি: مولانا السيد محمد إسحاق) (১৩৩৩ হি./১৩১২ বা./১৯১৫ খ্রি. - ১৩৯৬ হি./১৩৮০ বা/১৯৭৭ খ্রি.) প্রখ্যাত সুফি সাধক, বিশিষ্ট আলেমে দীন, বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ হক্কানী পীর। তিনি বহুলপরিচিত বর্তমান চরমোনাইয়ের চিশতিয়া সাবিরিয়া রশিদিয়া ইমদাদিয়া তরিকার প্রবর্তক। তিনি 'দাদা হুজুর' নামে অভিহিত।
 
= জন্ম =
তিনি বরিশাল শহরের নিকটস্থ কীর্তনখোলা নদীর পূর্বপাড়ে অবস্থিত পশুরীকাঠি গ্রামের সুবিখ্যাত সাইয়েদ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম সাইয়েদ আমজাদ আলী এবং দাদার নাম সাইয়েদ ওমর আলী।<ref>হাফেজ মাওলানা হাবীবুর রহমান, ''আমরা যাদের উত্তরসূরী (তাযকেরায়ে মাশায়েখে দেওবন্দ)'', আল-কাওসার প্রকাশনী, ঢাকা, বাংলাদেশ (সংশোধিত সংক্ষরণ: 2006 খ্রি.), খ. 1, পৃ. 234.</ref>
 
= শিক্ষা ও দীক্ষা =
সাইয়েদ মুহাম্মদ ইসহাক প্রাতিষ্ঠানিকভাবে ভারতের বিখ্যাত ইসলামি শিক্ষাকেন্দ্র [[দারুল উলুম দেওবন্দ]] থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন এবং উজানীর সুবিখ্যাত কারী মুহাম্মদ ইবরাহীম (রহ.)-এর কাছে আধ্যাত্মিক শিষ্যত্ব গ্রহণ করেন, তিনি তাঁর কাছ থেকে তরীকার খিলাফত লাভ করেন।<ref>হাফেজ মাওলানা হাবীবুর রহমান, ''আমরা যাদের উত্তরসূরী (তাযকেরায়ে মাশায়েখে দেওবন্দ)'', আল-কাওসার প্রকাশনী, ঢাকা, বাংলাদেশ (সংশোধিত সংক্ষরণ: 2006 খ্রি.), খ. 1, পৃ. 234.</ref>
 
==তথ্যসূত্র==
<references/>