দিয়াশলাই: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Matches_from_morocco.jpg ফাইলটি অপসারিত হয়েছে, কারণ কমন্স হতে INeverCry এটি মুছে ফেলেছেন
সূচনাংশ পুনর্লিখন
১ নং লাইন:
[[চিত্র:Streichholz.jpg|250px|thumb|প্রজ্জ্বলিত দেয়াশলাই কাঠি]]
 
'''দিয়াশলাই''' ({{lang-en|Match}}) হলো আগুন জ্বালানোর লক্ষ্যে ব্যবহৃত কাষ্ঠ শলাকাবিশেষ যার অগ্রভাগে সামান্য [[বারুদ]] লাগানো থাকে। শলাকার বারুদ প্রান্তটি উপযুক্ত খসখসে তলে ঘষা দিলে আগুন জ্বলে ওঠে। চলতি ভাষায় একে '''দেশলাই''' বলেও উল্লেখ করা হয়। এটি পরিপূর্ণ, নিয়ন্ত্রিত পন্থায় [[আগুন]] জ্বালানোর ঘরোয়া পদ্ধতি। সাধারণত: ছোট বাক্সে দিয়াশলাই-এর শলাকা বা কাঠিগুলো সাজিয়ে রাখা হয়। সচরাচর বাক্সের দুই বা এক পার্শ্বে দিয়াশলাই ঘষে আগুন জ্বালানোর খসখসে তল থাকে। '''নিরাপদ দিয়াশলাই''' বলতে এমন ধরেণর দিয়াশলাই বোঝানো হয় আগুন জ্বালানোর পর যার জ্বলন্ত বারুদমুখ খসে পড়ে যায় না।
'''দিয়াশলাই''' বা '''দেশলাই''' ({{lang-en|Match}}) [[বারুদ|বারুদে]] পরিপূর্ণ, নিয়ন্ত্রিত পন্থায় [[আগুন]] জ্বালানোর [[কাঠি]] ও তার [[বাক্স|বাক্সবিশেষ]]। যখন নিরাপদে আগুন জ্বালানো হয়, তখন তা '''নিরাপদ দিয়াশলাই''' নামে পরিচিত হয়।
 
সাধারণতঃ কাঠজাতীয় কাঠি দিয়ে দিয়াশলাই প্রস্তুত করা হয় ও [[দিয়াশলাই বাক্স|দিয়াশলাই বাক্সে]] করে বিক্রয়ের উদ্দেশ্যে [[বিপণন]] কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হয়। এর এক প্রান্তের সম্মুখাংশে [[রাসায়নিক দ্রব্য]] বা বারুদ থাকে যা [[ফসফরাস]] দিয়ে তৈরী। [[গ্যাসের চূলা]], [[ধূমপান]], মশার কয়েলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কাজে দিয়াশলাইয়ের ব্যাপক ব্যবহার রয়েছে। ডজন কিংবা গ্রোস আকারে দিয়াশলাই পাইকারীভাবে বিক্রয় করা হয়। খুচরা পর্যায়েও দিয়াশলাই বাক্স বিক্রয় করা হয়ে থাকে। একটি বাক্সে গড়ে ৫০টি কাঠি থাকতে পারে।