জাহাজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ZéroBot (আলোচনা | অবদান)
r2.7.1) (বট যোগ করছে: ku:Keştî
Mahmud-bn (আলোচনা | অবদান)
পানিতে ভাসার ব্যাখ্যা
১ নং লাইন:
নদী বা সমুদ্রে চলাচলের জন্য ব্যবহৃত বৃহত আকারের জলযান বিশেষ। সভ্যতার বিস্তারে এই নৌযানের অবদান অনস্বীকার্য। এখনপর্যন্ত নৌ পরিবহন ই সবচেয়ে সস্তা পরিবহন হিসেবে বিবেচ্য। পূর্বের ভেলা জাতীয় ও পালবাহী যান বর্তমানে পানির নিচ দিয়ে চলাচলের ও ক্ষমতা সম্পন্ন হয়েছে।
[[চিত্র:Amerigo vespucci 1976 nyc aufgetakelt.jpg|thumb|300px|একটি ইতালিয় জাহাজ]]
 
==পানিতে ভাসার ব্যাখ্যা==
তরলে নিমজ্জিত একটি বস্তু উপরের দিকে যে বল অনুভব করে তা বস্তুটি দ্বারা অপসারিত তরলে ওজনের সমান।<ref>http://truth-on-top.blogspot.com/2012/11/how-ship-floats-on-water.html</ref> তাই দুই হাজার টনের<ref>http://en.wikipedia.org/wiki/Ship_measurements</ref> একটি জাহাজ পানিতে ডুবতে থাকবে যতক্ষণনা এটি দুই হাজার টন পানিকে অপসারণ করবে। যদি যদি জাহাজটি ডুবে যাবার আগেই দুই হাজার টন কেজি পানিকে অপসারণ করে ফেলে তাহলে জাহাজটি আর না ডুবে এবার ভেসে থাকবে। এটা সম্ভব হবে জাহাজের ঘনত্বকে জাহাজ দ্বারা অপসারিত পানির ঘনত্বের চেয়ে কম করে দিলে। জাহাজের ভেতরে ফাঁকা স্থান রেখে এটা করা হয়। ফলে জাহাজ সম ওজনের পানিকে অপসারণ করে ফেলার পর ভেসে থাকে।
 
== তথ্যসূত্র ==
{{Reflist}}
 
[[বিষয়শ্রেণী:নৌযান]]