রবার্ট ব্যাডেন পাওয়েল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
স্কাউটিং
Suvray (আলোচনা | অবদান)
ব্যক্তিগত জীবন
১০ নং লাইন:
== স্কাউটিং ==
সামরিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে, বিশেষ করে [[ম্যাফেকিং অবরোধ|ম্যাফেকিংয়ের]] [[যুদ্ধ]] থেকে তিনি ধারনা পান বালকদেরকে দিয়েও উপযুক্ত [[প্রশিক্ষণ|প্রশিক্ষণের]] মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ সমাধা করা যেতে পারে। ম্যাফেকিংয়ের যুদ্ধে স্বেচ্ছাসেবক বালকদলের অবদান দেখে তিনি অভিভূত হন এবং এরপর থেকেই বালকদেরকে নিয়ে কিছু একটা করার পরিকল্পনা চলতে থাকে। পরবর্তীতে ১৯০৭ সালে [[স্কাউটিং|স্কাঊট]] আন্দোলন বা [[বয় স্কাউট]] হিসেবে আত্মপ্রকাশ করে। এ প্রসঙ্গে তিনি তাঁর প্রথম [[পুস্তিকা]] 'হ্যান্ডবুক ফর বয়েজ' লিখেন। [[স্কাউটক্রাফট|স্কাউটক্রাফটকে]] ভিত্তি করে [[উডব্যাজ প্রোগ্রাম]] শুরু করেন যা [[জুলু]] সম্প্রদায়ের জীবনগাঁথাকে ঘিরে পরিচালিত হয়েছিল।
 
== ব্যক্তিগত জীবন ==
{{মূল নিবন্ধ|ওলেভ ব্যাডেন পাওয়েল}}
 
জানুয়ারি, ১৯১২ সালে রবার্ট ব্যাডেন পাওয়েল স্কাউটের বিশ্ব সফরের অংশ হিসেবে [[নিউইয়র্ক|নিউইয়র্কের]] পথে বের হয়েছেন। পথিমধ্যে [[ওলেভ ব্যাডেন পাওয়েল|ওলেভ সেন্ট ক্লেয়ার সোমেজর]] সাথে পরিচিত হন।<ref>[http://www.pinetreeweb.com/bp-olave-00.htm Baden-Powell, Olave. "Window on My Heart". The Autobiography of Olave, Lady Baden-Powell, G.B.E.as told to Mary Drewery. Hodder and Stoughton. Retrieved 16 November 2006.]</ref><ref>[http://web.archive.org/web/20080309134457/http://www.girlguides.ca/media/pdfs/14-3/14.3.1.7.pdf "Fact Sheet: The Three Baden-Powell's: Robert, Agnes, and Olave" (PDF). Girl Guides of Canada. Archived from the original on 9 March 2008. Retrieved 2 January 2007.]</ref> ২৩ বছর বয়সী ওলেভ এবং ৫৫ বছর বয়সী রবার্ট ২২ ফেব্রুয়ারি একই তারিখে জন্মগ্রহণ করেছিলেন। পাওয়েলের অসম্ভব জনপ্রিয়তা ও খ্যাতির কারণে একই বছরের সেপ্টেম্বর মাসে [[গণমাধ্যম|গণমাধ্যমকে]] এড়িয়ে বাগদান পর্ব সমাপণ করেন। কঠোর গোপনীয়তায় তারা পার্কস্টোনের সেন্ট পিটার্স চার্চে ৩০ সেপ্টেম্বর, ১৯১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।<ref>"Baden-Powell: Two lives of Hero" by William Hillcourt, Heineman, 1964, p. 335.</ref><ref>[http://www.npg.org.uk/collections/search/portrait.php?mkey=mw83490 "Olave St Clair Baden-Powell (née Soames), Baroness Baden-Powell; Robert Baden-Powell, 1st Baron Baden-Powell". National Portrait Gallery. Retrieved 16 November 2006.]</ref> ইংল্যান্ডের স্কাউট এবং গাইডেরা প্রত্যেকই এক পেনি করে চাঁদা সংগ্রহ করে ব্যাডেন-পাওয়েল দম্পতির জন্যে বিয়ের উপহারস্বরূপ একটি গাড়ী দেয়। ব্রাউনসী আইল্যান্ডের সেন্ট ম্যারি'জ চার্চের অভ্যন্তরে তাঁদের বিয়ের স্মারক চিহ্ন রয়েছে।
 
রবার্ট ব্যাডেন-পাওয়েল এবং ওলেভ ব্যাডেন পাওয়েল হ্যাম্পশায়ারের বেন্টলের কাছাকাছি প্যাক্স হিলে ১৯১৯ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত বসবাস করেছিলেন।<ref>[http://www.weyriver.co.uk/theriver/people_3_names.htm "Wey people, the big names of the valley". Wey River freelance community. Retrieved 29 April 2007.]</ref>
 
== তথ্যসূত্র ==
{{Reflist}}
 
{{অসম্পূর্ণ}}