ওলেভ ব্যাডেন পাওয়েল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
প্রারম্ভিক জীবন
Suvray (আলোচনা | অবদান)
বৈবাহিক জীবন
২০ নং লাইন:
== প্রারম্ভিক জীবন ==
[[চিত্রকর]] হ্যারল্ড সোয়ামেজের ৩য় এবং সর্বকনিষ্ঠ কন্যা ছিলেন। তিনি বাবা-মা এবং অনেক গভার্নেসের তত্ত্বাবধানে বাড়ীতে পড়াশোনা করেন। জীবনের প্রথম ২৩ বছরের মধ্যে সতেরটি বাড়ীতে বসবাস করেছেন। ওলেভ [[বহিরাঙ্গনের ক্রীড়া]] হিসেবে [[টেনিস]], [[সুইমিং]], [[ফুটবল]], [[স্কেটিং]] এবং [[ক্যানোইং|ক্যানোইংয়ের]] প্রতি আসক্ত ছিলেন। এছাড়াও তিনি [[ভায়োলিন]] বাজাতে ভালবাসতেন।<ref>"The Derbyshire Childhood of Olave, Lady Baden-Powell, G.B.E." by Jill E. Armitage, B.A., F.I.P.D., M.I.D.D.A., Storforth Publications, 1994, ISBN 0-9524820-0-2</ref>
 
== বৈবাহিক জীবন ==
জানুয়ারি, ১৯১২ সালে ওলেভ ২য় বোয়ের যুদ্ধ বিজয়ী এবং স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েলের সাথে মিলিত হন। পাওয়েল তখন [[নিউইয়র্ক]] থেকে স্কাউটের বিশ্ব সফরে বের হয়েছেন। ২৩ বছর বয়সী ওলেভ এবং ৫৫ বছর বয়সী রবার্ট একই তারিখে জন্মগ্রহণ করেছিলেন। একই বছরের সেপ্টেম্বর মাসে [[গণমাধ্যম|গণমাধ্যমের]] কারণে বাগদান পর্ব সমাপণ করেন। কঠোর গোপনীয়তায় তারা ৩০ সেপ্টেম্বর, ১৯১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।<ref>"Baden-Powell: Two lives of Hero" by William Hillcourt, Heineman, 1964, p. 335.</ref> ইংল্যান্ডের স্কাউট এবং গাইডেরা প্রত্যেকই এক পেনি করে চাঁদা সংগ্রহ করে ব্যাডেন-পাওয়েল দম্পতির জন্যে বিয়ের উপহারস্বরূপ একটি গাড়ী দেয়।
 
== স্কাউটিং ==