৭৬,৪৭০টি
সম্পাদনা
(হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার) |
(সম্প্রসারণ) |
||
[[চিত্র:Flag of the United Nations.svg|right|thumb|জাতিসংঘের পতাকা]]
'''জাতিসংঘের মহাসচিব''' ({{lang-en|Secretary-General of the United Nations}}) [[জাতিসংঘ সচিবালয়|জাতিসংঘ সচিবালয়ের]] প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি জাতিসংঘের প্রধান মুখপাত্ররূপে কাজ করেন। [[১৯৪৫]] সালে [[জাতিসংঘ]] প্রতিষ্ঠিত হয়। এর সর্বোচ্চ পদ হল মহাসচিব।
'''[[জাতিসংঘ]]''' বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন। [[১৯৪৫]] সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এর সর্বোচ্চ পদ হল মহাসচিব। এ যাবৎ মোট ৮ জন ব্যক্তি বিভিন্ন সময়ে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর টৃগভে লি মহাসচিব নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত [[গ্লাডউইন জেব]] ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন৷ তিনি [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] অধিবাসী ছিলেন৷ তাঁর মেয়াদকাল [[অক্টোবর ২৪|২৪ অক্টোবর]], [[১৯৪৫]] থেকে [[ফেব্রুয়ারি ২|২ ফেব্রুয়ারি]], [[১৯৪৬]]। ▼
জাতিসংঘের বর্তমান মহাসচিব হিসেবে [[দক্ষিণ কোরিয়া|দক্ষিণ কোরিয়ার]] নাগরিক [[বান কি মুন]] ১ জানুয়ারি, ২০০৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন। ৩১ ডিসেম্বর, ২০১১ সালে তাঁর প্রথম দফার মেয়াদকাল শেষ হয়। পরবর্তীতে কোনরূপ বিরোধিতা না আসায় ২১ জুন, ২০১১ সালে মুন দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিবরূপে দায়িত্ব পালন করছেন।<ref>[http://www.bbc.co.uk/news/world-us-canada-13868655 "Ban Ki-moon wins second-term as UN Secretary General". BBC News. 21 June 2011.]</ref>
== তালিকা ==
▲
{| style="width:90%; align:center;" border="1"
|[[বান কি মুন]]
|[[জানুয়ারি ১]], [[২০০৭]]
|বর্তমান
|[[দক্ষিণ কোরিয়া]]
|-
|}
== তথ্যসূত্র ==
{{Reflist}}
[[বিষয়শ্রেণী:জাতিসংঘের মহাসচিব]]
|