ফাস্ট বোলিং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
শ্রেণীবিভাগ
৯ নং লাইন:
 
অধিকাংশ ক্রিকেট খেলুড়ে দেশে ফাস্ট বোলারকে দলীয় বোলিং আক্রমণের প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়। তারা ধীরগতির বোলার বা [[স্পিনার|স্পিনারদেরকে]] সহায়তা করে থাকেন। স্পিনারদেরকে সহকারী বোলারের মানদণ্ডে তুলে ধরা হয়। [[ভারতীয় উপমহাদেশ|ভারতীয় উপমহাদেশে]] [[বাংলাদেশ]], [[ভারত]], [[পাকিস্তান]] এবং [[শ্রীলঙ্কা|শ্রীলঙ্কায়]] বর্তমানে ফাস্ট বোলারের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফাস্ট বোলাররা বলকে নমনীয় করে স্পিনারদের ব্যবহারের উপযোগী করে তুলছেন। এ দেশগুলোর পীচগুলো স্পিনারদের উপযোগী করে তৈরী করা হয় যা ফাস্ট বোলারদের চেয়ে অধিক কার্যকরী। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে স্পিনারদের অবিশ্বাস্য কীর্তিগাঁথাগুলো এ ধারণাকে ম্লান করে দিয়েছে। [[মুত্তিয়া মুরালিধরন]], [[শেন ওয়ার্ন]], [[শহীদ আফ্রিদি]], [[অনিল কুম্বলে]], [[সনথ জয়সুরিয়া]], [[সাকলাইন মুশতাক]], [[ড্যানিয়েল ভেট্টোরী]], [[হরভজন সিং]], [[সাকিব আল হাসান]] প্রমূখ স্পিনারদের সফল পদচারণা এর প্রকৃষ্ট উদাহরণ।
 
== শ্রেণীবিভাগ ==
ফাস্ট বোলিংয়ের জন্যে কিশোর-তরুণ বোলারদেরকে পরিপূর্ণভাবে গতির দিকে মনোযোগী হতে হয়। যখন ফাস্ট বোলাররা পরিপক্ক হয়ে উঠেন তখন তাদের দক্ষতায় সুইং কিংবা সীম বোলিং কলা-কৌশল প্রয়োগে সফলকাম হন। অধিকাংশ ফাস্ট বোলাররাই এ দু'টির একটিকে বেছে নেন। তখন তারা সুইং কিংবা সীম বোলাররূপে পরিচিত হন। কিন্তু এ শ্রেণীবিভাগ সর্বদা সর্বক্ষেত্রে প্রচলিত নয়। সাধারণতঃ দক্ষ ও অভিজ্ঞ পেস বোলাররা ফাস্ট, সুইং, সীমসহ [[অফ কাটার]] প্রয়োগে বল ডেলিভারী দেন।
 
বল ডেলিভারীর গতিবেগের উপর নির্ভর করে বোলারদেরকে বিভিন্ন উপ-বিভাগে বিভক্ত করে নিম্নে দেখানো হয়েছে:-
 
{| class="wikitable"
|+ ফাস্ট বোলারদের শ্রেণীবিভাগ
|-
! প্রকারভেদ
! মাইল/ঘন্টা
! কিলোমিটার/ঘন্টা
|-
| ফাস্ট বোলার
| ৯০+
| ১৪০+
|-
| ফাস্ট-মিডিয়াম বোলার
| ৮১-৮৯
| ১৩০-১৩৯
|-
| মিডিয়াম-ফাস্ট বোলার
| ৭৫-৮০
| ১২০-১২৯
|-
| স্লো-মিডিয়াম বোলার
| ৫৭-৭৪
| ৯০-১১৯
|-
| স্লো বোলার বা [[স্পিনার]]
| <৬০
| <৯৫
|}
 
কিন্তু [[ক্রিকইনফো]] ফাস্ট-মিডিয়াম বোলার এবং মিডিয়াম-ফাস্ট বোলার উভয় পরিভাষাই অদল-বদল করে প্রয়োগ ঘটায়।<ref>See, for example, the Cricinfo profiles for [http://content-aus.cricinfo.com/ci/content/player/36603.html Ewen Chatfield], [http://content-nz.cricinfo.com/ci/content/player/46248.html Albie Morkel], and [http://content-nz.cricinfo.com/ci/content/player/49552.html Graeme Labrooy].</ref>
 
== শীর্ষস্থানীয় বোলার ==